ডেইরি ফার্মারদের প্রণোদনা দিলে দেশের গ্রামীণ অর্থনীতিতে বিশাল পরিবর্তন আসবে বলে জানিয়েছেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে, চট্টগ্রাম বিভাগীয় ডেইরি ফারমার্স এসোসিয়েশন এবং ডেইরি ব্রিড টেস্টিং রিচার্স প্রজেক্ট এর যৌথ আয়োজনে, গাভীর এয়ার ট্যাগিং কার্যক্রমের উদ্বোধন ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশু পালন অনুষদের ডীন প্রফেসর ডক্টর একে ফজলুল হক ভূইয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সিভাসুর উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. আব্দুল জব্বার সিকদারসহ অনেকে।
পরে, শিক্ষা উপমন্ত্রী নগরীর আশকার দির্ঘীর পাড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন।