জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন বলেছেন, পুলিশ বাহিনীকে আধুনিকায়ন ও সু-শৃঙ্খল দক্ষ বাহিনী গড়ে তুলতে বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) পরিদর্শনে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী স্বপরিবারে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার পরিদর্শনে এলে টাঙ্গাইল জেলা প্রশাসন, মির্জাপুর উপজেলা প্রশাসন এবং পুলিশ ট্রেনিং সেন্টারের কর্মকর্তাগন তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
পুলিশ ট্রেনিং সেন্টারের বিভিন্ন অকাঠামো ও দর্শনীয় স্থান পরিদর্শনের পর সাংবাদিকদের বলেন, বাংলাদেশের মধ্যে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার অন্যতম প্রতিষ্ঠান।
জমিদারদের রেখে যাওয়া বিশাল এলাকা নিয়ে গঠিত পুলিশ ট্রেনিং সেন্টারটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্তরিক প্রচেষ্টায় হয়েছিল।
এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, এনডিসি মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক, সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর্জা মো. জুবায়ের হোসেন, মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসির) এডিশনাল ডিআইজি ও (ভারপ্রাপ্ত কমান্ডার) মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. আব্দুর রহিম শাহ চৌধুরী, এডিশনাল এসপি শেখ রাজিবুল হাসান, এএসপি মহসিনুল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) মি. দীপংকর ঘোষ এবং মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিজাউল হক শেখ দীপু উপস্থিত ছিলেন।