কুষ্টিয়ার কুমারখালীতে বহুল আলোচিত ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙার ঘটনায় গ্রেফতারকৃত তিন আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার সন্ধ্যায় (২২ মার্চ) আসামীদের কুমারখালী থানায় তিন দিনের রিমান্ডে নিয়ে আসা হয়।
আসামীরা হলেন উপজেলার কয়া ইউনিয়নের মো. মহিরুদ্দিনের ছেলে আনিসুর রহমান আনিস (৩৫), নাজিমুদ্দিনের ছেলে সবুজ হোসেন (২০) ও শাহাবুদ্দিনের ছেলে হৃদয় আহমেদ (২০) ।
এ তথ্য নিশ্চিত করে কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা রাকিব হাসান জানান, বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙার সাথে সম্পৃক্ত তিনজনকে তিন দিনের (৭২ ঘণ্টা) রিমান্ডে আনা হয়েছে। তিনি আরো জানান, আটকের পর গেল বছরের ১৯ ডিসেম্বর ৭ দিনের রিমান্ড আবেদন করলে আসামী পক্ষের আইনজীবি হাইকোর্ট, জজ ও দায়রা কোর্টে রিভিসন করে।এরপর দীর্ঘ শুনানী শেষে কোর্ট আদেশ বহাল রেখে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।
উল্লেখ্য যে, গত ১৭ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে কুমারখালী উপজেলার কয়া গ্রামে অবস্থিত কয়া মহাবিদ্যালয়ের সামনে বৃটিশ বিরোধী আন্দোলনের পুরোধা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করে কয়েকজন দুর্বৃত্ত।