হেফাজতের নামে যারা দুষ্কর্ম ও অত্যাচার করে, তারা মানুষ না; অমানুষ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ শুক্রবার দুপুরে, মুন্সীগঞ্জের সিরাজদিখানের মধুপুরে গত ২৮ মার্চ হেফাজতের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তদের বাড়ি-ঘর পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এ ধরনের নিষ্ঠুরতা, অত্যাচার ও নৃশংসতা যারা করেছে, অরাজকতা সৃষ্টির মাধ্যমে রাজনৈতিক ফায়দা লোটাই ছিল তাদের মূল উদ্দেশ্য। এটা কোনো ধর্মের উদ্দেশ্য নয়।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক হাবিবুর রহমান, অতিরিক্ত ডিআইজি নূরে আলম মিনাসহ অনেকে উপস্থিত ছিলেন।