তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক। সচিবালয়ে সাংবাদিক রোজিনাকে নিয়ে যে ঘটনা ঘটেছে সেটা কারো কাম্য নয়। তিনি যাতে ন্যায়বিচার পায় সে বিষয়টি নিশ্চিত করা হবে।
বুধবার (১৯ মে) দুপুরে, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন আয়োজিত, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২য় পর্যায়ের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সচিবালয়ে রোজিনার প্রতি কেউ অন্যায় করে থাকলে তা তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আর রোজিনা অপরাধ করলে তাও তদন্তে বেরিয়ে আসবে।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জাফর ওয়াজেদসহ অনেকে।