তথ্য এবং সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় অনেকগুলো যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। তারপরও সাম্প্রদায়িক অপশক্তি মাঝে মধ্যে বিষবাষ্প ছড়ানোর অপচেষ্টা চালায়। সরকার সবসময় সেটা কঠোর হস্তে দমন করেছে। ভবিষ্যতেও এ অপশক্তিকে দমন করা হবে।
বুধবার (২৬ মে) সকালে রাজধানীর শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে, বৌদ্ধ পূর্ণিমা জাতীয় সম্মিলিত প্রতীকী শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের দেশে সকল ধর্মীয় অনুষ্ঠানগুলো সকল ধর্মের মানুষ অংশগ্রহণ করে। এটিই হচ্ছে আমাদের কৃষ্টি ও সংস্কৃতি। সুতরাং এই কৃষ্টি সংস্কৃতিকে ধারণ করে যে চেতনার ভিত্তিতে বাংলাদেশ রচিত হয়েছে সেই চেতনার গায়ে কেউ যেন কালিমা লেপন করতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি৷
এসময়, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সব ধর্মের মানুষের মিলিত রক্তস্রোতের বিনিময়েই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে বলেও উল্লেখ করেন তথ্যমন্ত্রী।