নিউজ ডেস্ক / বিজয় টিভি
টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো ‘বিগ বস‘ আসছে খুব শিগগিরিই। সিজন ১২-এর পর শোনা গিয়েছিল শোয়ের সঞ্চালক হিসেবে সালমান খানকে বোধহয় আর দেখতে পাওয়া যাবে না। সালমানের জায়গায় তাহলে কাকে দেখা যাবে? তবে, অবশেষে অবসান ঘটেছে সেই জল্পনার। মুখ খুলেছেন পরবর্তী সিজন নিয়ে। ভাইজান নিরাশ করেননি ‘বিগ বস’ ভক্তদের। বরং জানিয়েছেন, নতুন সিজনে নতুন রূপে আসতে চলেছে ছোটপর্দার সবথেকে বিতর্কিত রিয়্যালিটি শো ‘বিগ বস’। আর হ্যাঁ, ‘বিগ বস’ সিজন ১৩-র সঞালক হিসেবে দেখা যাবে তাঁকেই। নিশ্চিত করেছেন সালমান খোদ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি