এই ঈদে মুক্তি পাচ্ছে ‘পাসওয়ার্ড’ সিনেমাটি। শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘শাকিব খান ফিল্মস’র চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’। সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খান ও তার বিপরীতে আছেন চিত্রনায়িকা বুবলি।
‘পাসওয়ার্ড’ সিনেমার প্রচারে শাকিব খান বলেন, ‘আমি যেহেতু জানি, এই বিষয়ে আমি (চলচ্চিত্র) ডক্টরেট করা- ফলে সুন্দরবনে বসেও ইন্টারন্যাশনাল সিনেমা বানিয়ে দেখাতে পারি। ‘পাসওয়ার্ড’ দেখে সবাই বলবে, এটা বাংলাদেশে তৈরি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বিরাট ছবি।’ শাকিব খান আরো বলেন, ‘পাসওয়ার্ড শুধু আমার সিনেমা না। এটি বাংলাদেশের ১৬ কোটি মানুষের সিনেমা। এটি দিয়ে আমি এটি প্রমাণ করতে চেয়েছি, বাংলাদেশে ইন্টারন্যাশনালি সবচাইতে হাইটের সিনেমা বানাতে।’
‘পাসওয়ার্ড’ ছবিটি পরিচালনা করেছেন মালেক আফসারি। শাকিব খান ফিল্মস’র সঙ্গে সহ-প্রযোজক হিসেবে আছেন মোহাম্মদ ইকবাল। সম্প্রতি বিনাকর্তনে সেন্সর সার্টিফিকেট পাওয়ার পর ছবিটি শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তির প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ চলচ্চিত্রের বাইরে এবার ঈদে ‘নোলক’ নামে শাকিব খানের আরও একটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে কিন্তু সেই চলচ্চিত্রের কোনো প্রচারে দেখা যায়নি তাকে। তিনি জানান, তিনি নিজেও চাচ্ছেন না ছবিটি এবার ঈদে মুক্তি পাক। শাকিব খান বলেন ‘নোলকও ভালো ছবি কিন্তু আমি চাইনি। শিকারী’র সময়ও দুই তিনটা সিনেমা রিলিজ করতে চেয়েছে কিন্তু তাদের না করতে বলেছি, কারণ আমি জানি যে, কোন সিনেমার হাইপ কেমন। নবাব’র সময়ও বলেছি। পাসওয়ার্ড এর সময়ও বলেছি। বাকিটা তাদের ওপর।’
‘নোলক’ চলচ্চিত্রে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ববি। ছবিটি শুরুতে রাশেদ রাহা নির্মাণ শুরু করলেও নির্মাণের মাঝে তাকে বাদ দিয়ে প্রযোজক সাকিব সনেট নির্মাণ শেষ করেন। চলচ্চিত্র নিয়ে দুইজনের দ্বন্দ্ব মামলায় অব্দি গড়ায়। শেষে সাকিব সনেটের নামেই সেন্সর সার্টিফিকেট হয় ছবিটির, এবার ঈদে মুক্তির যাবতীয় প্রস্তুতি নেওয়া হলেও শাকিবকে ছবিটির প্রচারে পাচ্ছেন না বলে আক্ষেপ প্রকাশ করেন প্রযোজক।