দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে রাজশাহী-১ আসন থেকে ভোটের প্রচারে ব্যস্ত অভিনেত্রী মাহিয়া মাহি।
চিরচেনা জায়গা থেকে অভিনেত্রী মাহিয়া মাহি এখন একদম ভিন্ন জায়গায়। ক্যামেরার সামনে থেকে রাজনীতির মাঠে চলে গেছেন অভিনেত্রী।
নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচরাণা চালাচ্ছেন এই অভিনেত্রী। প্রতিদিনই ছুটছেন নির্বাচনি এলাকা গোদাগাড়ী এবং তানোর উপজেলার বিভিন্ন প্রান্তে। নৌকা প্রতীকে মনোনয়ন চাইলেও তা না পেয়ে স্বতন্ত্র হিসেবে মাহির প্রতীক ট্রাক।
নির্বাচনী প্রচার করতে গিয়ে মাহি আর অভিনেত্রীর সেই দেয়াল রাখছেন না। মানুষের কাছে গিয়ে নিজেকে পরিচিত করছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও।
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গাঁদা ফুল, বিস্কুট ও টাকা দিয়ে তৈরি করা মালা পড়িয়ে দেন ভোটাররা। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে তানোর উপজেলার কলমা ইউনিয়নে নির্বাচনী প্রচারকালে মাহিকে ভোটাররা ফুলের মালা পড়িয়ে দেন।