অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। ২০ জানুয়ারি গানবাংলা টেলিভিশন ও টিএম নেটওয়ার্কের হেড কোয়ার্ডটারে এসে হাজির হন ‘তাসের ঘর’ খ্যাত এই অভিনেত্রী।এ দিন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ও সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপসের সঙ্গে পিয়ানোতে তাল মিলিয়ে, রবীন্দ্রনাথের একটি গান গাইতে দেখা গেলো ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকাকে। পাশাপাশি শোবিজ অঙ্গনের বিশিষ্ট সব তারকাদের সঙ্গে আড্ডা দিতেও দেখা গেছে এই অভিনেত্রীকে।
এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সেই আড্ডার বেশ কিছু মুহূর্ত নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন তাপস নিজেই। তাপস-স্বস্তিকার সেই আড্ডায় দেখা মিললো নির্মাতা মোস্তফা সরয়ার ফারুখী, রেদওয়ান রনি, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, রাফিয়াথ রশিদ মিথিলার মতো বিশিষ্ট তারকাদের।
তবে তাপসের সঙ্গে সুরে মগ্ন মুহূর্তটি দেখে, নেটিজেনদের মনে জন্ম দিয়েছে হাজারো প্রশ্নের। হঠাৎ এ দেশে কেন এলেন স্বস্তিকা? বাংলাদেশের রঙিন পর্দাকে আরো রঙিন করতে? নাকি অন্য কিছু?
টিএম নেটওয়ার্কের সূত্র থেকে জানা গেছে, মূলত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক তাপসের সঙ্গে গান ও চলচ্চিত্র নিয়ে আন্তরিক আলাপ-আড্ডায় এসেছিলেন স্বস্তিকা। কথা হয়েছে দুই বাংলার সংগীত ও চলচ্চিত্রশিল্পের মেলবন্ধন নিয়েও।
এদিকে, এমন সময় স্বস্তিকা ঢাকায় এলেন যখন কলকাতা থেকে বেনারশী শাড়ি পরে হাতে গিটার ও রঙিন মাইক হাতে পশ্চিমবঙ্গের আরেক জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী ঘোষণা করলেন তার নতুন গান ‘ভাল্লাগছে না’ মুক্তির। যৌথ কথার মালায়, তাপসের করা সুরে এই গানটি শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে মিমির ইউটিউব চ্যানেলে।
মিমির পর এবার স্বস্তিকা অনুরাগীদের অপেক্ষা, ওপার বাংলার অভিনেত্রীকে নিয়ে নতুন কি চমক আনতে যাচ্ছেন এপার বাং