নিউজ ডেস্ক / বিজয় টিভি
গতকাল বৃহস্পতিবার নিজের টুইটারে একটি ভিডিও পোস্ট করেন করণ। সেই ভিডিও’র মাধ্যমেই দোস্তানা ২’র কথা জানান তিনি।
ভিডিও থেকে স্পষ্ট, আগের দোস্তানার মতোই সিক্যুয়েলটি মূলেও সেই ত্রিকোণ প্রেম। তবে এই ভিডিওটি থেকেই দানা বাঁধছে রহস্য। কারণ মূল চরিত্রে কার্তিক আরিয়ান ও জাহ্নবীর নাম প্রকাশ করলেও তৃতীয় চরিত্রে অভিনেতা কে, তা জানাননি করণ। ২০০৮ সালের জনপ্রিয় বলিউড ছবির তালিকায় অন্যতম নাম ‘দোস্তানা’। জন আব্রাহাম, অভিষেক বচ্চন ও প্রিয়াঙ্কা চোপড়ার ত্রিকোণ প্রেম নজর কেড়েছিল সিনেমাপ্রেমীদের। করণ জোহর প্রযোজিত এই ছবি বক্স অফিসেও বেশ সফল। এবার সেই দোস্তানা ছবির সিক্যুয়েল বানানোর কথা জানালেন করণ জোহর।
নিউজ ডেস্ক / বিজয় টিভি