বলিউডে একের পর এক ফ্লপ ছবি দিয়ে বেশ খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন অক্ষয় কুমার। এরই মধ্যে হয়েছেন প্রতারণারও শিকার! শোনা যাচ্ছে, প্রযোজকদের কাছ থেকে প্রতারিত হয়েছেন এই বলিউড অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটিই অভিযোগ করেছেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের খবর, এখনও কয়েকজন প্রযোজকের কাছ থেকে টাকা পাওনা রয়েছে অক্ষয়ের। সাক্ষাৎকারে অক্ষয় জানান, ছবি মুক্তি পেয়ে গেলেও একাধিক ছবির প্রযোজকেরা তার পারিশ্রমিক সম্পন্ন করেনি। বলেন, ‘অনেক প্রযোজকেরা আমার প্রাপ্য টাকা এখনও দেননি। আমি তাদের সাথে কথা বলাও বন্ধ করে দিয়েছি। আর কিই বা করতে পারি আমি?’
আরও পড়ুন: লাইভ পারফরম্যান্সের সময় মঞ্চেই মৃত্যু রকস্টারের
এর আগে অক্ষয় অভিনীত কয়েকটি ছবি ফ্লপে পরিণত হয়। অক্ষয়কে শেষ দেখা গিয়েছিল ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ছবিতে। সেখানে সঙ্গে ছিলেন টাইগার শ্রফ। ছবিটি বক্সঅফিসে একেবারেই ছাপ ফেলতে পারেনি। এছাড়াও গত ১২ জুলাই মুক্তি পাওয়া অক্ষয় কুমারের নতুন ছবি ‘সরফিরা’ও ফ্লপের তালিকায় পড়তে চলেছে।
এছাড়াও অক্ষয় কুমারের ‘রামসেতু’ ছবিটিও বক্সঅফিসে ছাপ ফেলতে পারেনি। তবে ওটিটিতে ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ছবিতে বেশ সাড়া ফেলে। এতে বেশ প্রশংসিত হয়েছেন অক্ষয়।
তবে ছবি ফ্লপের সঙ্গে প্রযোজকদের কাছে অক্ষয়ের পাওনা টাকার কোনো সংশ্লিষ্টতা রয়েছে কী না, তা স্পষ্ট করা হয়নি।