সদ্যই কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন টালিউডের তারকা দম্পতি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। তাদের মেয়েকে দেখতে উদ্গ্রীব ভক্তরা। সন্তান জন্মের পর নিজেদের ছবি প্রকাশ্যে আনলেও মেয়েকে আড়ালেই রেখেছিলেন কাঞ্চন-শ্রীময়ী।
এবার সদ্যোজাত কন্যার ছবি এক ঝলক প্রকাশ্যে এনেছেন কাঞ্চন-শ্রীময়ী। ইনস্টাগ্রামে মেয়ের একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। তা দেখেই ভীষণ উচ্ছ্বসিত ভক্তরা।
ওই ছবিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে কন্যার ছোট্ট ছোট্ট আঙুল ধরে রয়েছেন শ্রীময়ী। সাধারণত তারকারা তাদের সন্তানের মুখ দেখানোর আগে হাত-পায়ের ছবি দিয়ে থাকেন।
উল্লেখ্য, গত ২ নভেম্বর অস্ত্রোপচার করে সন্তানের জন্ম দেন শ্রীময়ী। মেয়ের জন্মের পরই কাঞ্চন জানিয়েছিলেন— বাড়িতে লক্ষ্মী এসেছে। তারা কন্যার নাম রেখেছেন ‘কৃষভি’। অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি আমরা আগে থেকে কাউকে জানাইনি। সন্তানসম্ভাবা হলে বাঙালি পরিবারের একটা বিষয় থাকে যে, কাউকে বলতে নেই ইত্যাদি। মূলত, এ কারণেই চুপ ছিলাম আমরা।
প্রসঙ্গত, প্রথমে অভিনেত্রী অনিন্দিতা দাসের সঙ্গে ঘর বেঁধেছিলেন কাঞ্চন। ২০১০ সালে ভেঙে যায় তাদের সংসার। এরপর পিংকি বন্দ্যোপাধ্যায়কে বিয়ে করেন তিনি। এ সংসারে ওশ নামে এক ছেলে রয়েছে কাঞ্চনের। চলতি বছরের ১০ জানুয়ারি ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে শ্রীময়ীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেতা।