মুফতিকে বিয়ে করলে জমি উপহার পাবেন রাখি, বলিউডের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। বছরজুড়েই তার কর্মকাণ্ড নিয়ে সৃষ্টি হয় নানান বিতর্ক। তবে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে এই মুহূর্তে চর্চায় অভিনেত্রী। কারণ, বিয়ের জন্য অনেকদিন ধরেই পাকিস্তানি পাত্র খুঁজছিলেন তিনি। এ নিয়ে সাড়াও পেয়েছেন বেশ! কিন্তু এর মধ্যে অভিনেত্রীর সঙ্গে ঘটে গেছে নানা চড়াই-উৎড়াই!
রাখি যখন পাকিস্তানি নাগরিককে বিয়ের ইচ্ছে প্রকাশ করেন, তখন নিজের দেশের অনুরাগীদের কাছ থেকে বেশ কটাক্ষের মুখে পড়েছিলেন অভিনেত্রী। তবে রাখির সঙ্গে বিয়ের কথাও প্রায় ঠিক-ঠাক ছিল এক পাকিস্তানি অভিনেতার। তার নাম দোদি খান, অভিনয়ের পাশাপাশি বড় ব্যবসায়ীও তিনি।
কিন্তু সে আশায় গুড়ে বালি! দোদি খান নামের সেই অভিনেতা রাখিকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার পর বিয়ে করার সিদ্ধান্ত থেকে সরে আসেন; এতে আশাহত হন অভিনেত্রী। এরপর হয় নানা জলঘোলা! এরপর রাখির উদ্দেশে পাকিস্তান থেকেই আসে এক বিয়ের প্রস্তাব। সম্প্রতি রাখিকে বিয়ের প্রস্তাব পাঠানো সেই যুবক পেশায় মুফতি, তার নাম মুফতি কাভি।
যদিও মুফতির সেই প্রস্তাবে সাড়া দিয়েছেন কি না রাখি, তা স্পষ্ট নয়। তবে মুফতির সেই প্রস্তাবে অর্থাৎ তাকে বিয়ে করতে রাখি যদি রাজি হন, তাহলে অভিনেত্রীকে বড় এক পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন সরদার মুজাফফর কলাচি নামের এক জমিদার।
আরও পড়ুন: ‘আমি বাংলায় গান গাই’ শিল্পী প্রতুল মুখোপাধ্যায় মারা গেছেন
একটি ভিডিও বিবৃতিতে সেই জমিদার ঘোষণা করেছেন, রাখি যদি মুফতি কাভিকে বিয়ে করেন, তাহলে তার জন্য ৩৫ কোটি রুপির জমি উপহার দেওয়া হবে। সাথে হীরা এবং সোনার গয়না, রোলেক্স এবং ওমেগা ঘড়ি এবং প্রিমিয়াম পারফিউমের মতো বিলাসবহুল আইটেমও দেওয়া হবে উপহারস্বরুপ।
সেই জমিদারের এই প্রস্তাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুফতি কাভি। তবে মুফতি জানিয়েছেন, রাখির সাথে তার বিয়ে হবে- এমন খবর চাউর হতেই একাধিক বিয়ের প্রস্তাব পাচ্ছেন তিনি। শুধু তাই নয়, ওয়ালিমা আমন্ত্রণ পেয়েছেন।