টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। পর্দায় তার সরব উপস্থিতি নজর কাড়ে দর্শকদের। ছোট পর্দা বড় পর্দা—দুটিতেই সফল তিনি। অভিনয় দক্ষতা তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে। তবে ইদানীং বারবার সেই চেনা ইমেজ ভেঙেচুরে একেবারে নতুনভাবে ধরা দিচ্ছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব হয়েছেন তিনি। তার জীবনের নানা মুহূর্তও তুলে ধরেন ভক্তদের মাঝে। কোথাও ঘুরতে যাওয়া হোক বা আচার-অনুষ্ঠান। নিজের ব্যক্তিগত জীবনে নানা মুহূর্তও উঠে আসে অভিনেত্রীর টাইমলাইনে।
এদিকে এক পোস্ট দিয়ে অপরাজিতা লেখেন, ‘জীবনে মূল্যবান কিছু অর্জন করা সবচেয়ে কঠিন কাজ নয়। এটাকে ধরে রাখা বড় পরীক্ষা। কারণ, কোনও কিছু অর্জন করা যতটাই সহজ, সেটা ধরে রাখা ঠিক ততটাই কঠিন। এবং আমরা যতক্ষণ না কষ্ট পাই, ততক্ষণ পর্যন্ত এর মর্ম বুঝি না।’
মানুষ কোনও কিছু হারানোর পর বুঝতে পারে কতটা গুরুত্বপূর্ণ ছিল এই প্রাপ্তি। অপরাজিতার কথায়, ‘হারানোর পরই হয়ত আমরা বুঝতে পারি, আমাদের কী ছিল। প্রতিদিন আরও ভালো করে বুঝতে পারছি। মূল্যবান জিনিসের মূল্য চোখে দেখা যায় না। যতক্ষণ না সেটি হারিয়ে যায়। শুধুই বেশ কিছু স্মৃতি সঙ্গী হয়ে থাকে।’
যতটুকু এই জীবনে প্রাপ্তি, তা সযত্নে গুছিয়ে রাখার পক্ষে তিনি। কিছু অতিমূল্যবান জিনিস কখনোই হেলাফেলা করা উচিত নয়। তার ভাষ্য, ‘কোনও কিছুর প্রকৃত মূল্য তখনই বোঝা যায়, যখন সেটি মন থেকে চাওয়া হয়।’