1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
মাত্র ৫০০ টাকা নিয়ে মুম্বাই এসেছিলাম: দিশা পাটানি - বিজয় টিভি
ঢাকা বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন

মাত্র ৫০০ টাকা নিয়ে মুম্বাই এসেছিলাম: দিশা পাটানি

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৪৬৭ বার পড়া হয়েছে
মাত্র ৫০০ টাকা নিয়ে মুম্বাই এসেছিলাম: দিশা পাটানি

বলিউডের বেশ পরিচিত নাম দিশা পাটানি। ইতোমধ্যে বেশি কিছু হিট সিনেমায় কাজ করেছেন। অভিনয় করেছেন সালমান খান, প্রভাসদের সঙ্গে। যদিও বলিউডে সেভাবে শীর্ষস্থানীয় জায়গায় নিজেকে এখনও নিতে পারেননি দিশা, তবে কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও অদম্য মানসিকতার জন্য বরাবরই প্রশংসিত তিনি।

সেই সঙ্গে ফিটনেস ও ফ্যাশন স্টেটমেন্টের জন্যও আলোচিত। মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করা দিশা ২০১৩ সালে পন্ডস ফেমিনা মিস ইন্ডিয়া ইন্দোর সুন্দরী প্রতিযোগিতায় রানারআপ হন। এরপর ২০১৬ সালে বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ চলচ্চিত্রে অভিনয় করে নজরে আসেন। এটি ছিল তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট।

সিনেমাটি রাতারাতি তারকাখ্যাতি এনে দেয় দিশাকে।

সম্প্রতি নিজের ক্যারিয়ার, শুরুর দিকের স্ট্রাগল ও আগামীর পরিকল্পনা নিয়ে এক ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন দিশা। ইন্ডিয়া টুডেকে দেওয়া সেই সাক্ষাৎকারে দিশা বলেন, ‘আজকের এই অবস্থানে পৌঁছাতে মোটেও আমার জন্য সহজ ছিল না। ক্যারিয়ারের শুরুতে আমাকে নিয়ে একটি চলচ্চিত্র শুরু হওয়ার কথা ছিল, যা ছিল আমার চুক্তি হওয়া প্রথম সিনেমা।

কিন্তু কোনো কারণ ছাড়াই তারা আমাকে সিনেমাটি থেকে বাদ দিয়ে দেয়। তারপর কাজটি আর করা হয়নি।’

এই ঘটনার পর ভেঙে না পড়ে দিশা কঠোর পরিশ্রমের পথ বেছে নেন। তিনি আরও বলেন, ‘তারা আমাকে বাদ দেওয়ার পর আমি কিছুটা ব্যথিত হই, তবে ভেঙে পড়িনি। এরপর মানসিক শক্তি আরও বৃদ্ধি করে নতুনভাবে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করি।

পরিশ্রমই তাকে এই অবস্থানে এনেছে জানিয়ে দিশা আরও বলেন, ‘মুম্বাইতে আমি একা ছিলাম, নিজের অর্থ উপার্জন করতাম এবং পরিবারের কারও কাছে অর্থ চাইনি। মাত্র ৫০০ টাকা নিয়ে মুম্বাই এসেছিলাম এবং একটা সময় আমার অর্থও শেষ হয়ে যায়। অনেক অডিশন দিয়েছি, বিশেষ করে টিভিসিতে, কারণ একটা চাপ ছিল যে, এ মাসে কাজ না পেলে ঘরভাড়া দিতে পারব না। কিন্তু আমি হাল ছাড়ার পাত্রী নই। তাই এর শেষ দেখতে কঠিন পরিশ্রম শুরু করি। সেই পরিশ্রমই আজ আমাকে এ স্থানে নিয়ে এসেছে।’

তবে বলিউডে সেভাবে জমাতে না পারলেও ইতোমধ্যে হলিউড পা রেখেছেন দিশা পাটানি। তাও আবার অস্কারজয়ী নির্মাতার ছবিতে! ভারতীয় সংবাদমাধ্য প্রতিবেদনে জানানো হয়েছে, প্রায় দুই দশক পর সিনেমা পরিচালনায় ফিরেছেন খ্যাতিমান নির্মাতা কেভিন স্পেসি। তার নতুন সিনেমা ‘হোলিগার্ডস’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দিশা পাটানিকে। ইতোমধ্যেই সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে মেক্সিকোর মনোরম লোকেশনে। এটির মুক্তির পর দিশার হলিউড যাত্রা কেমন হয়, তা দেখার অপেক্ষায় দিশা ভক্তরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
৩৩ ওষুধের দাম কমলো

৩৩ ওষুধের দাম কমলো

বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
সমুদ্রে মাছ ধরছেন প্রভা

সমুদ্রে মাছ ধরছেন প্রভা

বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
যতীন সরকার মারা গেছেন

শিক্ষাবিদ যতীন সরকার আর নেই

বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো

১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো

রবিবার, ৩ আগস্ট, ২০২৫
হজ ও ওমরাহ নিয়ে বিশাল সুখবর!

হজ ও ওমরাহ নিয়ে বিশাল সুখবর!

শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.