1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
বাগদান সারলেন বনি কাপুরের বড় মেয়ে - বিজয় টিভি
ঢাকা সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন

বাগদান সারলেন বনি কাপুরের বড় মেয়ে

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৩১৭ বার পড়া হয়েছে
বাগদান সারলেন বনি কাপুরের বড় মেয়ে

অবশেষে বাগদান সেরেছেন বলিউড প্রযোজক বনি কাপুরের বড় মেয়ে অনশুলা কাপুর। দীর্ঘদিনের প্রেমিক ও চিত্রনাট্যকার রোহন ঠক্করের সঙ্গেই নতুন জীবন শুরু করতে চলেছেন তিনি। ভালোবাসায় মাখামাখি এই অনাড়ম্বর বাগদানের ছবি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন অনশুলা।

নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে হাঁটু গেড়ে অনশুলাকে বিয়ের প্রস্তাব দেন রোহন। এরপর থেকেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তাদের বাগদানের ছবি। ইনস্টাগ্রামে অনশুলা জানান, রোহনের সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল একটি ডেটিং অ্যাপের মাধ্যমে।

তিন বছর আগে এক মঙ্গলবার রাত ১টা ১৫ মিনিটে তাদের প্রথম কথা শুরু হয়, যা চলেছিল ভোর ৬টা পর্যন্ত। অনশুলা তখনই বুঝেছিলেন, এই সম্পর্কটা বিশেষ কিছু। সেই ঘটনার ঠিক তিন বছর পর একই সময়ে, অর্থাৎ রাত ১টা ১৫ মিনিটেই রোহন তাকে নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে বিয়ের প্রস্তাব দেন।

অনশুলা তার পোস্টে লিখেছেন, ‘সেই মুহূর্তে মনে হয়েছিল যেন পৃথিবী থেমে গেছে। এটি ছিল এমন এক ধরনের ভালোবাসা, যা নিজের বাড়িতে থাকার মতো স্বস্তি দেয়। আমি কখনো রূপকথায় বিশ্বাস করতাম না, কিন্তু রোহন আমাকে যা দিয়েছে, এটা তার চেয়েও ভালো কিছু।’

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে রোহন ও অনশুলাকে বহুবার একসঙ্গে দেখা গেছে। তবে ২০২৩ সালে অনশুলা রোহনের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে তাদের সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে সবার সামনে আনেন। এবার তারা সরাসরি বিয়ের সিদ্ধান্তই নিয়ে ফেললেন।

জানা গেছে, রোহন ঠক্কর একজন চিত্রনাট্যকার এবং বর্তমানে করণ জোহরের ধর্মাটিক এন্টারটেইনমেন্টে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন। তিনি ইউসিএলএ থেকে পড়াশোনা করেছেন এবং নিউইয়র্ক ফিল্ম অ্যাকাডেমি থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। অনশুলা ও রোহনের এই বাগদানের খবর এবং ছবি দেখে তাদের ভক্তরা রীতিমতো উচ্ছ্বসিত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
‘আমরা ক্ষমা চাইছি’

‘আমরা ক্ষমা চাইছি’

রবিবার, ৩ আগস্ট, ২০২৫
১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো

১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো

রবিবার, ৩ আগস্ট, ২০২৫
১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো

১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো

রবিবার, ৩ আগস্ট, ২০২৫

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.