ওটিটি প্ল্যাটফর্মে জনপ্রিয় হিন্দি সিরিজগুলোর মধ্যে অন্যতম ‘স্পেশাল অপস’। এর প্রথম সিজন ব্যাপক দর্শকপ্রিয়তা পাওয়ার পর থেকেই দ্বিতীয় সিজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দর্শকরা।
সম্প্রতি ‘স্পেশাল অপস সিজন টু’-এর ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে উন্মাদনা আরও বেড়ে যায়। সকলেরই অপেক্ষা ছিল পর্দার ‘হিম্মত সিং’ অর্থাৎ কে কে মেননকে আবারও দেখার।
প্রাথমিকভাবে জানানো হয়েছিল, সিরিজটি আগামী ১১ জুলাই মুক্তি পাবে। কিন্তু হঠাৎ করেই পিছিয়ে গেল মুক্তির তারিখ। কে কে মেনন নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ‘স্পেশাল অপস সিজন ২’ ১১ জুলাইয়ের পরিবর্তে ১৮ জুলাই মুক্তি পাবে।
এদিন নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে কে কে মেনন বলেন, ‘স্পেশাল অপসের সকল দর্শকের জন্য একটি বিশেষ ঘোষণা। ‘স্পেশাল অপস সিজন টু’ এবার ১১ জুলাইয়ের পরিবর্তে ১৮ জুলাই মুক্তি পাবে। আসলে অনেক সিদ্ধান্ত আমাদের পরিস্থিতির ওপর নির্ভর করে নিতে হয়। তাই এমনটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তার কথায়, ‘মাত্র একটা সপ্তাহের অপেক্ষা, তারপরেই আপনাদের সামনে আসবে আপনাদের পছন্দের সিরিজ। তবে আগের মতোই টানটান উত্তেজনা থাকবে ও সবকটি পর্ব একসঙ্গে আসবে আপনাদের কাছে।’
পরিচালক নীরজ পান্ডের এই সিরিজের প্রথম সিজন দর্শক ও সমালোচক মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। ‘স্পেশাল অপস সিজন ২’-এর অ্যাকশনে ভরপুর ট্রেলার দেখে বোঝা যাচ্ছে, এই সিজনে আরও অনেক চমক অপেক্ষা করছে।