আন্তর্জাতিক মুক্তির দিনেই দেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে দর্শকের কাঙ্খিত সিনেমা ‘সুপারম্যান’। ১১ জুলাই দেশের পর্দায়ও দেখা যাবে সিনেমাটি।
সিনেপ্লেক্সে মুক্তির বিষয়টি সময় টিভিকে নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও বিপণন বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন অগণিত ভক্ত-দর্শকের আগ্রহের কথা চিন্তা করে বাংলাদেশেও মুক্তি দেয়া হচ্ছে ‘সুপারম্যান’।
বহুল কাঙ্খিত এই ছবির মুক্তি নিয়ে দর্শকদের মধ্যে চলছে তুমুল উৎসাহ-উদ্দীপনা। টিজার এবং ট্রেলার প্রকাশের পর থেকেই ছবিটি আলোচনার তুঙ্গে।
আরও পড়ুন: মেকআপ না করলে বেশি খুশি হই: সাদিয়া আয়মান
সুপারহিরোদের মধ্যে অন্যতম চরিত্রটির নাম নিঃসন্দেহে সুপারম্যান। সুপারহিরো বলতে ঠিক যা বোঝায়, সুপারম্যান যেন তার সবকিছুই। ভক্তদের তুমুল আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে আবারও বড় পর্দায় আসছেন এই সুপারহিরো।
জেমস গান পরিচালিত ‘সুপারম্যান’ হতে চলেছে ডিসি ইউনিভার্সের প্রথম সিনেমা। এবার সুপারম্যান চরিত্রে দেখা যাবে মার্কিন অভিনেতা ডেভিড কোরেনসোয়েটকে। জেরি সিগেল ও জো শাস্টারের তৈরি এই জনপ্রিয় চরিত্রকে নতুনভাবে পর্দায় নিয়ে আসছেন জেমস গান।
আরও পড়ুন: ইউটিউবে দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’
সুপারম্যানকে সবসময়ই দেখা যায় নানা সমস্যাকে মোকাবিলা করে পৃথিবী ও মানুষের জন্য ইতিবাচক ভূমিকা পালন করতে। জানা গেল, এবারের ছবিটি শুধু অ্যাকশনের নয় বরং মানুষের মানবিকতা, অভিবাসন, রাজনীতি এবং সম্পর্কের গভীর নৈতিক ধন্ধের প্রতিচ্ছবিও তুলে ধরবে। ডিসি স্টুডিওসের প্রধান এবং পরিচালক জেমস গান এমনটিই জানিয়েছেন।