1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
‘শাকিবকে নিয়ে আমার প্রথম সিনেমার পথচলা শুরু’ - বিজয় টিভি
ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন

‘শাকিবকে নিয়ে আমার প্রথম সিনেমার পথচলা শুরু’

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৩৫৯ বার পড়া হয়েছে
‘শাকিবকে নিয়ে আমার প্রথম সিনেমার পথচলা শুরু’

২০২৬ সালের ঈদুল ফিতরে বড় পর্দায় নতুন চমক নিয়ে আসছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। প্রথমবারের মতো চলচ্চিত্র প্রযোজনায় নাম লেখানো শিরিন সুলতানার ‘ক্রিয়েটিভ ল্যান্ড’ প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হবে এই সিনেমা। এটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ।

সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, যার সঙ্গে যুক্ত ছিলেন মোহাম্মদ নাজিম উদ্দিন। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদেই শাকিব ভক্তরা নতুন এক গল্পের স্বাদ পাবেন।

এই সিনেমা নিয়ে দারুণ উচ্ছ্বসিত পরিচালক আবু হায়াত মাহমুদ। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশের প্রত্যেকটা পরিচালকের কাছেই কাঙ্ক্ষিত থাকে যে আমাদের মেগাস্টার শাকিব খানকে নিয়ে সিনেমা করার। আমি মনে করি যে, এখন পর্যন্ত আমি অবশ্যই অনেক বেশি লাকি। উনার মতো এতো বড় শিল্পীর সাথে আমি আমার প্রথম সিনেমা নিয়ে আসার পথচলা শুরু করেছি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন কাজটি সুন্দর ভাবে করতে পারি।’

ছবির নির্মাণ পরিকল্পনা প্রসঙ্গে তিনি আরও জানান, ‘আমরা আসলে ছবিটা লাক্সার স্কেলে ভাবছি সেটা করতে হলে যেটা হয় যে, আমাদের এইখানে টেকনিক্যাল বাধ্যবাধকতা আছে অনেক কিছু স্বল্পতা আছে। সেই জায়গা থেকে আমরা প্ল্যান করছি দেশের বাইরে এটাকে সেট ফেলে আমরা এটাকে লাক্সার করে জিনিসটা দেখাতে চাই।’

অন্যদিকে, প্রযোজক শিরিন সুলতানা শাকিব খানকে নিয়ে প্রথম ছবি প্রযোজনা করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘মেগাস্টার শাকিব খানকে নিয়ে প্রথম আমার ছবি। প্রযোজক হিসেবে এই প্রথম ইন্ডাস্ট্রিতে আসছি, আমার অনুভূতি খুবই চমৎকার যে শাকিব খানকে নিয়ে ছবিটা আমি করতে পারছি। আমার প্রথম ছবি মানেই হচ্ছে মেগাস্টার শাকিব খান।’

শাকিব খানকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি আরও বলেন, ‘আসলে শাকিব খান এজন্যই যে, আমরা মনে করি যে শাকিব খান মানেই ছবি-সিনেমা হিট। অবশ্যই উনার যথেষ্ট সাধনা, যথেষ্ট প্রচেষ্টায় আজকে এ জায়গায় এসেছেন।’

গল্পের সঙ্গে শাকিব খান দারুণ মানানসই বলেও জানান এই নতুন প্রযোজক। তার কথায়, ‘আসলে আমাদের যে গল্প সে গল্পের সাথে শাকিব খানকে একদম ভালো যাচ্ছে। আমাদের চিন্তা-চেতনায় আমরা ভাবছি উনি খুব ভালো করবেন। সে জায়গা থেকে আমরা ভেবেছি। বুঝতেই পারছেন শাকিব খানের সঙ্গে ছবি করার আগ্রহ সবারই থাকে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
৩ মাসে একটি নাটকের স্ক্রিপ্ট বেছে নিচ্ছি

৩ মাসে একটি নাটকের স্ক্রিপ্ট বেছে নিচ্ছি

শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

ম্যাক্রোঁর বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব

রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, কমবে তাপমাত্রা

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.