এবার টলিউড মাতাতে আসছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শরমন যোশী। প্রথমবারের মতো কোনো বাংলা ছবিতে দেখা যাবে তাকে। তার বিপরীতে থাকছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। এম এন রাজ পরিচালিত এই ছবিটি প্রযোজনা করছে মেহর এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস, হিমানি ফিল্মস এবং ফ্লোটিং ওয়াটার।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বাংলা ছবিতে বলিউড তারকাদের দেখা মেলে খুব কমই। সেই দিক থেকে শরমনের এই বাংলা সিনেমায় আগমন এক নতুন মাত্রা যোগ করতে চলেছে। পরিচালক এম এন রাজের গল্পে আদ্যোপান্ত প্রেম, বন্ধুত্ব আর সংসারের চিত্র ফুটে উঠবে।
ছবি প্রসঙ্গে পরিচালক এম এন রাজ বলেন, ‘বর্তমানে বড় পর্দায় বাঙালিয়ানাকেই তুলে ধরার চেষ্টা চলছে। আমার মনে হয়েছে, এই সময়ে একটি প্রেমের গল্প বলা দরকার। এখানে কলেজ জীবনের প্রেম, স্বামী-স্ত্রীর সম্পর্ক এবং বন্ধুত্বের গল্পও থাকবে।’
নতুন এই কাজ নিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ও। তার মতে, ‘চরিত্রটি অসাধারণ, আর শরমন যোশীর মতো অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াটা নিঃসন্দেহে বড় ব্যাপার।’
ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা খাইরুল বাসারকে। এছাড়াও এই ছবিতে বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রীকেও দেখা যেতে পারে। দার্জিলিং এবং মুর্শিদাবাদে ছবিটির শুটিং হওয়ার কথা রয়েছে।