1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
জেনেলিয়ার জন্মদিনে রিতেশের আবেগঘন পোস্ট - বিজয় টিভি
ঢাকা বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন

জেনেলিয়ার জন্মদিনে রিতেশের আবেগঘন পোস্ট

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে
জেনেলিয়ার জন্মদিনে রিতেশের আবেগঘন পোস্ট

বলিউডের জনপ্রিয় দম্পতি রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডিসুজা বরাবরই একে অপরের প্রতি ভালোবাসা এবং সম্মান প্রদর্শনে অনন্য। তাদের এই মধুর সম্পর্ক আবারও সবার নজর কেড়েছে, এবার জেনেলিয়ার জন্মদিনে রিতেশের আবেগঘন পোস্টের মাধ্যমে। রিতেশ তার স্ত্রীর সঙ্গে তোলা কিছু সুন্দর ছবি শেয়ার করেছেন। সেই সঙ্গে লিখেছেন এক হৃদয়স্পর্শী বার্তা।

তিনি জেনেলিয়াকে সম্বোধন করে লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার বাইকো আমার ভালোবাসা। আজ শুধু তোমার জন্মদিন নয়, আজ এমন একটি দিন যা আমাকে বারবার মনে করিয়ে দেয় আমি কতটা ভাগ্যবান যে তোমার মতো একজন মানুষের সঙ্গে জীবন কাটাতে পারছি। তুমি একজন অসাধারণ নারী, এমনকি যখন আমি একেবারে ভেঙে পড়ি তখনও তুমি আমার মুখে হাসি ফোটাও।’

রিতেশের কথায়, ‘তুমি আমার দেখা সেরা মা। তোমার প্রতি আমার ভালোবাসা এবং সম্মান অফুরন্ত। তুমি একদিকে যেমন একজন ভালো মেয়ে, তেমনই একজন ভালো বন্ধু। তুমি তোমার চারপাশের মানুষদের জন্য অনেক কিছু করো এবং আমাদের পরিবারের সুখের পেছনে তোমার অবদান সব থেকে বেশি।’

‘তুমি আমাকে কখনও ব্যর্থ হতে দাওনি। তোমার হাসি, তোমার মজা— কোনো কিছুই আমি বদলাতে চাই না, কারণ এই সব কিছুর মধ্যেই আমি বেঁচে থাকতে চাই। তুমি আমার সবচেয়ে বড় চিয়ারলিডার, সবচেয়ে বড় রক্ষক। এমন একজন, যার ওপর আমি সব সময় নির্ভর করতে পারি। তুমি আমার নোঙর, আমার সন্তানরা যার ওপর সবচেয়ে বেশি ভরসা করে ‘

স্ত্রীর প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রকাশ করে রিতেশ বলেন, ‘ তুমি আমাকে আরও ভালো মানুষ হতে অনুপ্রাণিত করেছো, তোমাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া আমার কাছে এক আশীর্বাদ। ঈশ্বর আমার প্রতি এর থেকে বেশি দয়ালু হতে পারতেন না। তোমাকে অনেক বেশি ভালোবাসি বাইকো, যা শব্দে প্রকাশ করা যায় না। সারা জীবন তোমাকে ভালোবাসা প্রকাশ করার চেষ্টা করে কাটিয়ে দিতে চাই।’

প্রসঙ্গত, ২০১২ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন রিতেশ এবং জেনেলিয়া। বলিউডের এই তারকা জুটি তাদের সুখী দাম্পত্য জীবনের জন্য প্রায়শই প্রশংসিত হন। কাজের ক্ষেত্রে, রিতেশকে সম্প্রতি ‘হাউসফুল ৫’ ছবিতে দেখা গেছে, যা এখন ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে উপলব্ধ। অন্যদিকে, জেনেলিয়া অভিনয় করেছেন আমির খানের বিপরীতে ‘সিতারে জামিন পর’ ছবিতে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো

১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো

রবিবার, ৩ আগস্ট, ২০২৫

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.