গত বছর নভেম্বর মাসে কন্যা সন্তানের মা হয়েছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টোরাজ ও তৃণমূল বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক। তাদের মেয়ের নাম কৃষভি।
তবে মেয়ের প্রথম জন্মদিনেরআগেই ঘটে গেল এক নিন্দনীয় ঘটনা। বাড়ির গৃহকর্মীর হাতে নির্যাতনের শিকার হয়েছে ছোট্ট কৃষভি।
বিষয়টি ধরা পড়েছে বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরায়। সেই ফুটেজে দেখা যায়, কৃষভি কাঁদছিল। আর বাচ্চার কান্না থামাতে তাকে উপুড় করে শুইয়ে মারধর করে গৃহকর্মী। যেই ভিডিও দেখে শিউরে উঠেছেন শ্রীময়ী।
ঘটনার কথা জানতে পেরেই ওই গৃহকর্মীকে কাজ থেকে বরখাস্ত করেছেন অভিনেত্রী। এমনকি কাঞ্চন মল্লিক তার নামে মামলা করার কথাও চিন্তা করছেন।
শ্রীময়ীর মা বিপত্তরানীর পুজা উপলক্ষে নিজের বাড়িতে গিয়েছিলেন। সেসময় অভিনেত্রী বাইরে কাজে বের হন। তাই কৃষভিকে সামলানোর দায়িত্ব পড়ে গৃহকর্মীর উপর। কিন্তু তিনি দায়িত্ব নেওয়ার বদলে নির্দয় আচরণ করেন শিশুটির সঙ্গে।
শুধু মারধরই নয়, চুরির অভিযোগও উঠেছে ওই পরিচারিকার বিরুদ্ধে। শ্রীময়ী জানান, বেশ কিছুদিন ধরেই বাড়ি থেকে রুপোর থালা, প্রদীপ ও কাঁসার বাসনপত্র উধাও হচ্ছিল। পরে আবাসনের নিরাপত্তারক্ষীদের কাছ থেকে জানা যায়, সুযোগ বুঝে সিসিটিভি বন্ধ করে গোপনে এসব জিনিস বাইরে পাচার করতেন তিনি।
অভিনেতা ও রাজনীতিক কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী এই ঘটনায় চরম দুশ্চিন্তায় রয়েছেন। তাদের প্রশ্ন— ঘরে বসেই যেখানে এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারে, সেখানে মেয়েকে কাদের ভরসায় রাখা সম্ভব!