আবারও লোকসুরে মোহিত হবেন শ্রোতারা। ১৪ নভেম্বর থেকে রাজধানীর আর্মী স্টেডিয়ামে পঞ্চমবারের মতো বসতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক লোক সংগীত উৎসব। বাংলাদেশসহ ৬টি দেশের ২০০ জন শিল্পী এবারের উৎসবে ছড়াবেন লোকসুরের মূর্ছণা।
শীতের নরম কোমল আমেজে আবারো ফিরে এলো প্রাণ ছূয়ে যাওয়া সুর।
ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টে দেশের ফকির শাহাবুদ্দিন, শাহ আলম সরকারের লোক গান, মালেক কাওয়ালের কাওয়ালি, চন্দনা মজুমদারের গান ছাড়াও থাকছে প্রেমা ও ভাবনা নৃত্য দলের পরিবেশনা।
ভারতের দালের মেহেন্দি, রাশিয়া, জর্জিয়া, মালির শিল্পীদের পাশাপাশি পাকিস্তানের হিনা নাসরুল্লাহর সঙ্গে বিশেষ আকর্ষণ ব্যান্ড জুনুন।
এসব তথ্য জানাতে অনুষ্ঠিত হয় এক সংবাদ সম্মেলনের। ৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন, চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত।
https://youtu.be/ETy0c3sGoUE
নিউজ ডেস্ক / বিজয় টিভি