চিত্রনায়িকা পরীমনি তার সিনেমা ক্যারিয়ারের শুরুতে বড়পর্দায় ধরা দিতেন প্রচলিত নায়ক-নায়িকা সর্বস্ব কমার্শিয়াল ছবিগুলোতে। যেখানে সিনেমার গল্পের গাঁথুনি যেমন ধরাবাধা ছিল ঠিক তেমনি সেখানে নিজের অভিনয়ের পরিসর ও এর ব্যাপ্তি তিনি উৎরাতে পারেননি।
কিন্তু মনপুরা খ্যাত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের স্বপ্নজাল ছবি দিয়ে দর্শকের নজরবন্দি হন তিনি। একই সঙ্গে নির্মাতা চয়নিকা চৌধুরীর বিশ্বসুন্দরী সিনেমা দিয়ে হালের ক্রেজ সিয়াম আহমেদের সঙ্গে নতুন অ্যাপিয়ারেন্স নিয়ে সাড়া ফেলেছেন ঢালিউডে।
বিশ্বসুন্দরী মুক্তির আগ দিয়ে এই জুটি এবার উঠে পড়েছেন লঞ্চে। গহীন সুন্দরবনে ১২০জন শিশুশিল্পী নিয়ে রাজধানীর সদরঘাট টার্মিনাল ছেড়ে গেছে মুহম্মদ জাফর ইকবালের গল্পে নির্মাতা আবু রায়হান জুয়েল’র অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন ছবির টিম। লঞ্চেই হয়েছে ছবির মহরত। সেখানেই চলবে খাওয়া-দাওয়া আর শুটিং আছে টানা ২৫ দিনের।
জাকারিয়া সৌখিনের চিত্রনাট্যে এই সিনেমায় সিয়াম-পরীর সঙ্গে যুক্ত হয়েছেন গহীন বালুচর খ্যাত অভিনেতা আবু হুরায়রা তানভীর। অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন ছবিটি সরকারী অনুদানে দেশের আরেকটি নতুন শিশুতোষ চলচ্চিত্র।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি