১৯৭৯ সালের আজকের এই দিনে ঢাকার নারায়ণগঞ্জে জন্ম হয় মাসুদ রানা’র। তখন তিনি শুধুই একজন মাসুদ রানা। তার নামের আগে জুড়ে যায়নি কোন বিশেষণ। জনপ্রিয় লেখক কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা সিরিজের মাসুদ রানা চরিত্রটির মতো একদিন নিজের জীবনে হিরো তকমাটা জুড়ে যাবে ভেবেছিলেন কি তিনি?
১৯৯৯ সালে সোহানুর রহমান সোহানের ‘অনন্ত ভালোবাসা’ ছবি দিয়ে মাসুদ রানার বড় পর্দায় অভিষেক হয় শাকিব নামে। যদিও তার অভিনীত প্রথম ছবির নাম সবাইতো সুখী হতে চায়।
২০০৮ সালে নায়ক মান্না মারা যাওয়ার পর ঢালিউড ইন্ডাস্ট্রির অলিখিত সম্রাট হিসেবে নিজের অবস্থান পাকাপোক্ত করেন শাকিব খান। তারপর শুধুই তার এগিয়ে যাওয়ার গল্প। ভক্তরা ভালোবেসে যাকে ‘কিং খান’ নামে ডাকেন।
শাকিব অভিনীত এখন পর্যন্ত দুই শতাধিক ছবি মুক্তি পেয়েছে। এরমধ্যে ২০১২ সালে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ২০১৪ সালে ‘খোদার পরে মা’, ২০১৬ সালে ‘আরও ভালোবাসবো তোমায়’ এবং ২০১৭ সালে ‘সত্তা’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার গিয়েছে তার ঝুড়িতে।
ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে ২০ বছর পার করিয়ে দেয়া সুপারস্টার শাকিব সবচেয়ে সফল নায়ক হিসেবেই কাজ করে যাচ্ছেন। বছরের ব্যবসা সফল ছবির মধ্যে সবসময় এগিয়ে থাকে তার ছবি। নিজের প্রযোজনায় বানিয়েছেন ব্যবসা সফল ছবিও।
জীবনের ৪১তম বসন্তে তার শুটিং শুরু করার কথা ছিল নির্মাতা অনন্য মামুনের আসছে ঈদের জন্য নির্মাণ করতে যাওয়া নবাব এলএলবি ছবির সেটে। কিন্তু দেশে করোনাভাইরাস সংক্রমণ বিপর্যয়ে শাকিব নিজেই শুটিং আর তার জন্মদিনের অনুষ্ঠান বাতিল করেছেন।
পৃথিবী ভালো নেই। দেশ ভালো নেই। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সবকিছু থমকে গেছে। চলতি সময়ের ঢালিউড শাসন করা নায়ক শাকিব জীবনের নিরাপত্তায় সতর্ক সচেতনতায় স্বেচ্ছায় ঘরবন্দি থাকছেন। বলছেন, এই খারাপ সময়ে দেশের সবাই যেন সচেতন থাকেন।
জন্মদিনে শাকিব খানকে বিজয় টিভির পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি