‘বেদনা মধুর হয়ে যায়’, ‘বেশি কিছু আশা করা ভুল’, ‘তোমার চুল বাঁধা দেখতে দেখতে’ এসব গানের শিরোনামের সঙ্গে যার নামটি গেঁথে আছে, তিনি জাগজিৎ সিং।
উপমহাদেশের গজলশিল্পী হিসেবে তার খ্যাতি ছিলো দুনিয়াজোড়া। বাংলা-উর্দু-হিন্দি-পাঞ্জাবি-গুজরাটি-নেপালিসহ নানা ভাষায় গান করে তিনি ভুবনজয় করেছিলেন।
ভারত সরকারের পদ্মভূষণ খেতাব পাওয়া এই শিল্পীর ২০১১ সালে অন্তর্ধান হলেও চার দশক ধরে দরাজ কণ্ঠে মাতিয়ে রেখেছিলেন শ্রোতাদের। জাগজিৎ ভারতে গজলের পুনর্জাগরণ সৃষ্টি করেছিলেন বলে মনে করা হয়।
কিংবদন্তি সুরস্রষ্টা ও গজলশিল্পী জাগজিৎ সিং এর গাওয়া ও পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত বাংলা গান বেদনা মধুর হয়ে যায় গানটি এবার গাইলেন দেশের তরুণ কণ্ঠশিল্পী ইমরান।
নস্টালজিক করে দেয়া তুমুল জনপ্রিয় এই বাংলা গানটি নতুন সঙ্গীত আয়োজনে কণ্ঠে তুলে নিয়েছেন ইমরান। আর গানের মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা।
করোনাভাইরাস দুর্যোগে ঘরবন্দি এই সময়ে কণ্ঠশিল্পী ইমরান তার প্রিয় কিছু গান কভার করছেন। আর তা নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করছেন। এর ধারাবাহিকতায় এবার তিনি প্রকাশ করেছেন জগজিৎ সিং এর গাওয়া এই গানটি।
এরই মধ্যে গানটি বেশ সাড়া ফেলেছে নেটদুনিয়ায়। ঘরবন্দি এই সময়ে এভাবেই আরও কিছু কাজ করে যেতে চান ইমরান।
নিউজ ডেস্ক/বিজয় টিভি