অভিনেত্রী মিথিলার সঙ্গীত প্রতিভা দর্শক-শ্রোতাদের জানা। কিন্তু তার নৃত্যপ্রতিভার কথা অজানা ছিল অনেকের। করোনা সময়ে স্বেচ্ছা ঘরবন্দি মিথিলা নাচলেন প্রায় ১৫ বছর পর। শাশুড়ি সুমিতা দেবীর ‘শ্রীময়ী ক্লাব’ এর রবীন্দ্রজয়ন্তীর ভার্চুয়াল অনুষ্ঠানের জন্য তিনি নেচেছেন রবিঠাকুরের গানে। নিজের ফেসবুক দেয়ালে প্রকাশ করেছেন সেই ভিডিও।
আর সবার মতো মিথিলাও দীর্ঘসময় কোয়ারেন্টিনে আছেন ঢাকার বাসায়। মেয়ে আইরা তাহরিম খানকে সঙ্গে নিয়ে মিথিলা কোয়ারেন্টিন সময় পার করছেন ছবি এঁকে, ইয়োগা, নাচ আর গান করে। দিচ্ছেন ছড়ায় ছড়ায় করোনা সচেতনতার বার্তাও।
করোনার প্রভাবে এবারের রবীন্দ্রজয়ন্তী হচ্ছে ভার্চুয়ালি ডিজিটাল প্ল্যাটফর্মে। আর ছোটবেলা থেকেই রবীন্দ্রসংগীত শিখেছেন অভিনেত্রী জয়া আহসান। রবীন্দ্রজয়ন্তীতে তাই ফেসবুকে জয়া তার ছবি ‘ডুবসাঁতার’ থেকে নিজ কণ্ঠে গাওয়া ‘তোমার খোলা হাওয়া’ গানটি প্রকাশ করেন।
সোলস ব্যান্ড ও সংগীতশিল্পী পার্থ বড়ুয়া অনবদ্য সব আধুনিক গানের রূপকার। কিন্তু শ্রোতা ভক্ত-অনুরাগীরা এর আগে সংগীতশিল্পী পার্থ বড়ুয়ার কণ্ঠে রবীন্দ্রসংগীত শোনেননি। এবার কোয়ারেন্টিনে থেকে সময় সুযোগ আর রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে এই প্রথম রবীন্দ্রসংগীত কণ্ঠে তুললেন তিনি।
‘দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে’ শিরোনামের গানটি গাওয়ার পাশাপাশি এর নতুন সংগীতায়োজন করেছেন পার্থ নিজেই। সম্প্রতি এই শিল্পী প্রকাশ করেছেন ‘কিপ ডিসটেন্স’ নামের একটি বিশেষ গান-ভিডিও।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি