করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার ও বিশিষ্ট সংগীত পরিচালক সুজেয় শ্যাম।
গত ৩০ মে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে এই শিল্পীর করোনা পজেটিভ রেজাল্ট পাওয়া গেছে। এরপর সেখানেই তাকে ভর্তি রাখা হয়েছে। পারিবারিক সূত্র ও ঘনিষ্ঠজনরা বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৬ মে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে স্বাধীন বাংলা বেতারের এই শিল্পীকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাকে ভর্তি করা হয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। সেখানে করোনা টেস্টের নমুনা সংগ্রহ করার পর বাসায় ফিরে যান তিনি।
৩০ মে ফলাফল পজেটিভ জানতে পারলে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই সংগীতশিল্পীকে।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গান এবং স্বাধীনতার প্রথম গানের সুরস্রষ্টা সুজেয় শ্যাম। ‘রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম’, ‘বিজয় নিশান উড়ছে ঐ’ সহ অসংখ্য গানের সুর স্রষ্টা তিনি।
হাছন রাজাকে নিয়ে নির্মিত ‘হাছন রাজা’ চলচ্চিত্রের সংগীত পরিচালনা করে তিনি পান প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর ‘জয়যাত্রা’ ও ‘অবুঝ বউ’ চলচ্চিত্রের গানের সংগীত পরিচালনা করে যথাক্রমে ২০০৪ ও ২০১০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি