খবরের শিরোনামে গায়ে কাঁটা দেয়া ঘটনা গুলোর অজানা নেপথ্য কাহিনি এবার ওয়েব সিরিজে তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক সায়ন্তন ঘোষাল। সিরিজের নাম হেডকোয়ার্টারস লালবাজার।
লালবাজারের হোমিসাইড ডিপার্টমেন্ট, সেখানে আছে বাঘা বাঘা পুলিশ অফিসার। কলকাতার মানুষের কাছে লালবাজার অবশ্যই আলাদা আগ্রহর জায়গা। অনেক রিসার্চ এর পরে ক্রাইম সলভের আঁতুর ঘর এর অন্দরমহল নিয়ে এই সিরিজ। মোট ১০ টি এপিসোডে ওয়েব প্ল্যাটফর্মে সিরিজটি আসবে পূজোর আগেই।
একেবারে কলকাতা শহরের প্রেক্ষাপটে শহরের বুকেই পরপর খুন, অপরাধ ঘটে যাবে। সেই অপরাধের জগতে সমাধান সূত্র খুঁজে বের করতে নামবেন পাঁচ তদন্তকারী। শুধু অপরাধী আর পুলিশই নয় ত্রিভুজের তৃতীয় কোণে রয়েছে সংবাদমাধ্যম।
গল্পে ক্রাইম রিপোর্টিং থেকেই পুলিশ ও অপরাধীদের এই দ্বন্দ্বের মধ্যে ঢুকে পড়ে এক সাংবাদিক, তদন্ত ও রহস্য সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই চরিত্রটি। চরিত্রটিতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী হৃষিতা ভাট।
সিরিজটি নিয়ে গত বছর থেকেই অত্যন্ত চর্চা ছিল সোশাল মিডিয়ায়। এবার জাতীয় স্তরের সিরিজ হিসেবেই স্ট্রিমিং হবে ‘লালবাজার’। জি ফাইভে ১৯ জুন থেকে বাংলা ও হিন্দি দুই ভাষাতেই স্ট্রিমিং শুরু হবে ওয়েব সিরিজটির।
সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, কৌশিক সেন, সৌরসেনী মৈত্র, বিদীপিতা চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়, সায়ন্তনী গুহঠাকুরতা, ঋষিতা ভাটসহ অনেকে। সিরিজটির চিত্রনাট্য করেছেন রঙ্গন চক্রবর্তীর।
নিউজ ডেস্ক/বিজয় টিভি