করোনাকালে সংকটে পরা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে গতিশীল করতে পাশে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন ঢালিউডের তারকারা। তাঁরা এখন থেকে ছবিপ্রতি তাঁদের পারিশ্রমিক কমিয়ে নেওয়ার কথা জানিয়েছেন।
শাকিব খান তাঁর পারিশ্রমিকের তিন ভাগের দুই ভাগ কমিয়ে কাজ করার ঘোষণা দিয়েছেন আগেই। শাকিব তাঁর অন্য সহশিল্পীদেরও পারিশ্রমিক কমিয়ে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির এই দুর্দিনে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
এমন অবস্থায় অনেক তারকাই পারিশ্রমিক কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। নায়িকা মাহিয়া মাহি জানিয়েছেন, ছবিপ্রতি তাঁর পারিশ্রমিক কমিয়েছেন। আগে ছবি প্রতি মাহি নিতেন ১০ লাখ টাকা, এখন নেবেন ৭ লাখ।’
(এই ভিডিওটি দেখতে ক্লিক করুন নিচের ইউটিউব লিংক এ )
পারিশ্রমিক কমানোর পাশাপাশি আরও নানা সহযোগিতা করতে রাজি আরেক নায়ক বাপ্পী চৌধুরী। তিনি জানিয়েছেন, পারিশ্রমিক কমানোর পাশাপাশি শুটিংয়ে যদি তার গাড়িটিও ব্যবহার করতে চান কোনো পরিচালক, ব্যবহার করা যাবে। এ ছাড়া বাড়তি কস্টিউম খরচ কমাতে নিজের পোশাক পরেই শুটিং করতে রাজি আছেন তিনি।’
পারিশ্রমিক কমানোর তালিকায় আছেন মিশা সওদাগর, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, পূজা চেরি। মিশা সওদাগর জানিয়েছেন, ‘চলচ্চিত্র তাকে অনেক কিছু দিয়েছে। এখন চলচ্চিত্রের দুর্দিন। এই দুঃসময়ে নতুন ছবিতে কাজ করতে প্রযোজকের সঙ্গে আলাপ–আলোচনা করে পারিশ্রমিক কমিয়ে দেবেন।’
নুসরাত ফারিয়া জানান, ‘শিল্পীদেরও দায়িত্ব আছে। সিনেমার স্বার্থে নিজের পারিশ্রমিক কমিয়ে প্রযোজককে সহযোগিতা করবেন।’ তবে তরুণ অভিনয়শিল্পী সিয়াম আহমেদ জানিয়েছেন ভিন্ন কথা। শিল্পী হিসেবে আমি মনে করেন, লোকসান কমাতে শিল্পীর সঙ্গে প্রযোজক আলাপ–আলোচনা করে শেয়ারিংয়ে যেতে পারেন।’
নিউজ ডেস্ক/বিজয় টিভি