প্রকৃতিতে এখন মেঘের আনাগোনা। দখিন দুয়ারে বাতাসের ঝাপটা। কাজল কালো মেঘ ধেয়ে আসে ঈশান কোণে। নামে অঝর ধারায় বৃষ্টি! বৃষ্টি জলে সিক্ত হয় প্রকৃতির প্রাণ ভোমরা। মানুষের মনের আগল নাড়িয়ে দেয়া ঝুম বৃষ্টি কথা বলে ওঠে গান-কবিতায়।
প্রকৃতির ঋতুতে আগমন ঘটেছে বর্ষার। বর্ষার হাতে লেখা চিঠি যেন বৃষ্টি। যেন বৃষ্টিই তার মাতৃভাষা। বৃষ্টি জলের উচ্ছলতায় যেন সে লিখে ফেলে এক একটি প্রেমপত্র। বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন ঋতু বর্ষার প্রেমপত্রের এক একটি অক্ষর।
বৃষ্টি কার না ভালো লাগে, বলুন? মানুষের অনুভূতিতে বৃষ্টির ফোঁটা আবেগের জালে মনকে বেঁধে ফেলে। তাই বৃষ্টি নিয়ে জল্পনা কল্পনা নেহাতি কম নয়। বৃষ্টির পরতে পরতে কখনো ধরা দেয় প্রেমের সুর।
(ভিডিওটি দেখতে ক্লিক করুন নিচের ইউটিউব লিংক এ)
https://youtu.be/DEL45vrmMzY
নিউজ ডেস্ক/বিজয় টিভি