বর্ণাঢ্য অভিনয় ক্যারিয়ারে হোক ছোটপর্দা কিংবা বড়পর্দা দুই ক্যানভাসেই বরাবরই অনবদ্য ঈর্ষণীয় পারফরম্যান্স দিয়ে আসছেন অভিনেত্রী জয়া আহসান। যেমনই দাপুটে তুখোড় অভিনেত্রী তিনি তেমনই তুমুল দর্শকনন্দিত জয়া। নিজের অভিনয় গুণে হয়েছেন দর্শক সমাদৃত।
দেশের অভিনেত্রী জয়া আহসান অভিনয় ক্যারিয়ারের উজ্জ্বল সময় পার করছেন। দেশের গণ্ডি পেরিয়ে তিনি কলকাতার বাংলা সিনেমাতেও সেরা অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। দুই বাংলার প্রযোজক-পরিচালকরা জয়ার উপর ভরসা করেন।
জয়াও তার ক্যারিশম্যাটিক অভিনয় দক্ষতায় নিজেকে উপস্থাপন করে চলেছেন। কলকাতার বাংলা সিনেমা বিসর্জন, বিজয়া, কণ্ঠ, রবিবার, ক্রিসক্রস, রাজকাহিনী, এক যে ছিল রাজা, আবর্ত, ঈগলের চোখসহ একাধিক ছবিতে অভিনয় করে দুই বাংলার দর্শক-সমালোচকের মন জয় করে নিয়েছেন জয়া।
অভিনয়ের জন্য কাজের স্বীকৃতিস্বরূপ জয়া পেয়েছেন দুই বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ কিছু পুরস্কার। এবার টালিউডের ‘কণ্ঠ’ সিনেমায় অভিনয় করে ফিল্মস অ্যান্ড ফ্রেমস ডিজিটাল অ্যাওয়ার্ডে ‘ট্রেন্ডসেটিং পারফরম্যান্স অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন জয়া।
কলকাতার শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায় পরিচালনা করেছেন ‘কণ্ঠ’। এতে রমিলা চরিত্রে অভিনয় করেন জয়া। গেল বছরের ১০ মে কলকাতায় মুক্তি পায় সিনেমাটি। এরপর সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশের ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এ সিনেমা।
গত ২৬ জুন পুরস্কার ঘোষণা করা শুরু হয়। ফিল্মস অ্যান্ড ফ্রেমস ডিজিটাল ফিল্ম অ্যাওয়ার্ড পশ্চিমবঙ্গের প্রথম ডিজিটাল পুরস্কার। নারী অভিনয়শিল্পীদের মধ্যে এ সম্মাননা পেয়েছেন জয়া আহসান ও পুরুষদের মধ্যে কলকাতার অনির্বাণ ভট্টাচার্য।
নিউজ ডেস্ক/বিজয় টিভি