ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে সিয়াম-পূজা জুটি বাজিমাত করে ফেলে তাদের প্রথম ছবিতেই। চিত্রনায়ক সিয়াম আহমেদ অভিনীত এটিই ছিল তার ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্র। যদিও শিশুশিল্পী হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের পর যৌথ প্রযোজনার ছবি ‘নূর জাহান’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় চিত্রনায়িকা পূজা চেরী’র।
দেশের সিনেমা পাড়ায় এ যেন নতুন জুটির আবির্ভাব। পর্দায় এই জুটির রসায়ন দর্শক-সমালোচকের নজর কেড়ে নেয়। যে সিনেমা নিয়ে এতো কথা হচ্ছে তা মূলত জাজ মাল্টিমিডিয়ার ‘পোড়ামন’ ছবির সিক্যুয়াল ‘পোড়ামন টু’। তরুণ নির্মাতা রায়হান রাফির ফিল্মি ক্যারিয়ারের প্রথম ছবিও এটি।
২০১৮ সালের রোজার ঈদে দেশে মুক্তি পায় রায়হান রাফীর ছবি ‘পোড়ামন টু’। সেও বছর আগের কথা। চলমান করোনা সময়ে ছবিটি আবারও খবরের শিরোনামে যুক্ত হচ্ছে। নতুন খবর হল, করোনা পরিস্থিতিতে এবার চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ায়।
ছবিটি মুক্তি পাচ্ছে অভিনব বিশেষ পদ্ধতিতে। চলচ্চিত্র দেখার ব্যতিক্রমী আয়োজন ড্রাইভ-ইন শো বা একসঙ্গে গাড়িতে বসে পর্দায় দেখা যাবে এটি। মূলত থিয়েটারের সামনে নিজেদের গাড়িগুলোই হবে বসার সিট। ৮ আগস্ট সিডনির ফেয়ার ফিল সেন্টারে ছবিটি মুক্তি পাবে।
এমন অভিনব উদ্যোগের পেছনে আছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত চলচ্চিত্র নির্মাতা দীপংকর দীপন ও অস্ট্রেলিয়া প্রবাসী দুই বাংলাদেশি। গেল ২৭ জুলাই অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে ছবিটি মুক্তির ঘোষণা দেয়া হয়। এতে ছবির পরিচালক রায়হান রাফী, চিত্রনায়ক সিয়াম আহমেদ ও চিত্রনায়িকা পূজা চেরীও অংশ নেন।
বাংলা ড্রাইভ-ইন মুভি (বিডিএম) ছবিটিকে এই মাধ্যমে মুক্তি দিচ্ছে। সিডনিতে স্বাস্থ্যবিধি মেনেই চলবে এই আয়োজন। ছবিটিতে সালমান শাহকে উৎসর্গ করে গানও আছে। এই প্রথম ড্রাইভ-ইন ছবিতে বাংলা চলচ্চিত্রের যাত্রাটিকে উৎসর্গ করা হয়েছে চিত্রনায়ক সালমান শাহকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি