৮০ দশকের সাড়া জাগানো নায়ক সাত্তার আর নেই। ৪ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান ঢাকাই চলচ্চিত্রের আশির দশকের জনপ্রিয় এই অভিনেতা। তার বয়স হয়েছিল ৭২ বছর।
১৯৬৮ সালে ইবনে মিজানের ‘আমির সওদাগর ও ভেলুয়া সুন্দরী’ ছবিতে শিশুশিল্পীর চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে প্রথমবারের মতো বড় পর্দায় উপস্থিত হন সাত্তার। ১৯৮৪ সালে ‘নতুন মুখের সন্ধানে’ অংশগ্রহণের মধ্যদিয়ে কাজ করেন কাজী হায়াৎ-এর ‘পাগলী’ ছবিতে। আজিজুর রহমান পরিচালিত ‘রঙিন রূপবান’ ছবিতে অভিনয়ের মধ্যদিয়ে তারকা খ্যাতি অর্জন করেন তিনি।
এরপর কাজ করেছেন শতাধিক জনপ্রিয় ছবিতে। শাবানা থেকে শুরু করে রোজিনা, অঞ্জু, জিনাত, কবিতা, অলিভিয়া, রানীসহ অনেক সুপার হিট নায়িকার নায়ক ছিলেন সাত্তার।
দীর্ঘদিন ধরেই অসুস্থতার সঙ্গে লড়ছিলেন আশির দশকের জনপ্রিয় এই তারকা। এর আগে ২০১২, ২০১৫ ও ২০১৮ সালে তিনবার হৃদরোগে আক্রান্ত হন তিনি। তারপর থেকে তিনি প্যারালাইজড হয়ে যান। পাশাপাশি একাধিক রোগ তার শরীরে ভর করে। বছর ছয়েক আগে প্রধানমন্ত্রী তাকে ৩০ লাখ টাকা অনুদান দিয়েছিলেন। সেই টাকায় চিকিৎসা ও সংসার চলতো সাত্তারের।
সাত্তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মদ্ধে রয়েছে রঙিন রাখাল বন্ধু, রঙিন রূপবান, সাত ভাই চম্পা, শীষমহল, কাঞ্চন মালা। এফ আই মানিক পরিচালিত ‘চাচ্চু আমার চাচ্চু’ ছবিতে সর্বশেষ অভিনয় করেছিলেন তিনি।
শেষ ইচ্ছা অনুযায়ী নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক গোরস্তানে দাফন করা হয় নায়ক সাত্তারকে।