সম্প্রতি বাংলাদেশের বিনোদন জগতে পড়েছে করোনার ভয়াল থাবা। গত ৩ আগস্ট করোনা আক্রান্ত হয়ে মারা যান বাংলাদেশ টেলিভিশনের অসংখ্য জনপ্রিয় নাটকের নির্মাতা মোহাম্মদ বরকত উল্লাহ। এরই মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন নাট্যজন রামেন্দু মজুমদার ও তার স্ত্রী ফেরদৌসী মজুমদার, সংগীতশিল্পী রবি চৌধুরী, সেলিম চৌধুরী, চিত্রনায়িকা পপি, তমা মির্জাসহ অনেকে।
এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নন্দিত চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান। ৮ আগস্ট শুক্রবার পরীক্ষার রিপোর্ট অনুযায়ী আক্রান্ত হওয়া বিষয়টি জানতে পেরেছেন তিনি। বর্তমানে নিজ বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ খ্যাত এই নির্মাতা।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সোহানুর রহমান সোহান। তার পরিবারের অন্যান্যরা সুস্থ আছেন। তার স্ত্রীর করোনার উপসর্গ দেখা দিলেও এখন তিনিও সুস্থ হয়ে উঠছেন।
১৯৯০ সালে ‘বিশ্বাস অবিশ্বাস’ চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক হিসেবে বড় পর্দায় আত্মপ্রকাশ ঘটে সোহানুর রহমান সোহানের। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান নির্মিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মধ্য দিয়েই বড় পর্দায় অভিষেক ঘটে ঢালিউডের ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহ’র ও ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা মৌসুমীর। শাকিব খানের প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘অনন্ত ভালোবাসা’র পরিচালকও তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি