বাংলা চলচ্চিত্রের অসংখ্য শ্রোতাপ্রিয় গানের গীতিকার, সুরকার, সংগীত পরিচালক, আলাউদ্দিন আলী অসুস্থ। ৮ আগস্ট শনিবার ভোর পৌনে পাঁচটায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আলাউদ্দিন আলীর ছেলে শওকত আলী রানা।
চিকিৎসক জানিয়েছেন, তাঁর শরীরে অক্সিজেন মাত্রা খুব কম। তীব্র শ্বাসকষ্ট হচ্ছে। এমন অবস্থায় তাঁকে দ্রুত লাইফ সাপোর্টে নেয়া হয়।
চিকিৎসক আরও জানান, বর্তমানে আলাউদ্দিন আলীর রক্তচাপ, হৃৎস্পন্দন স্বাভাবিক না। ফুসফুসের একটা অংশ পুরোপুরি নিমোনিক। সব মিলিয়ে বলা যায়, উনার অবস্থা মোটেও ভালো না। আগামী ২৪ ঘণ্টা তাঁর জন্য খুব ঝুঁকিপূর্ণ।’
এর আগে ২০১৫ সালের ৩ জুলাই ফুসফুসের প্রদাহ ও রক্তে সংক্রমণ জনিত সমস্যায়র কারণে ব্যাংকক নেওয়া হয়েছিল আলাউদ্দিন আলীকে। সেখানে পরীক্ষার পর তাঁর ফুসফুসে একটি টিউমার ধরাপড়ে। অন্যান্য শারীরিক সমস্যার পাশাপাশি ক্যানসারের চিকিৎসাও চলছিল তাঁর।
আলাউদ্দিন আলী বাংলা গান, বিশেষ করে বাংলা চলচ্চিত্রে অসংখ্য শ্রোতাপ্রিয় গান তৈরি করেছেন। তিনি একই সঙ্গে সুরকার, সংগীত পরিচালক, বেহালাবাদক ও গীতিকার তিনি। গীতিকার হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
গুণী এই শিল্পীর জন্ম ১৯৫২ সালের ২৪ ডিসেম্বর মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বাঁশবাড়ি গ্রামে। ১৯৬৮ সালে বাদ্যযন্ত্রশিল্পী হিসেবে চলচ্চিত্রজগতে পা রাখেন তিনি। বর্নাঢ্য কর্মজীবনে শহীদ আলতাফ মাহমুদ ও প্রখ্যাত সুরকার আনোয়ার পারভেজের সঙ্গে কাজ করেছেন দীর্ঘদিন।