করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল। গত কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। কোভিড–১৯ টেস্ট করালে ২১ আগস্ট রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংগীতশিল্পী নিজে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শিল্পী একটি পোস্টের মাধ্যমে সবার কাছে দোয়া চেয়েছেন।
৯০ দশকের ব্যান্ড এলআরবি’র মাধ্যমে বাংলা ব্যান্ড সংগীতে উত্থান হয় এস আই টুটুলের। এরপর ব্যান্ড ছেড়ে গড়েন একক ক্যারিয়ার। কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক হিসেবে দুই দশক ধরে কাজ করে চলেছেন এই শিল্পী।
দারুচিনি দ্বীপ চলচিত্রে সঙ্গীত পরিচালনার জন্য তিনি ২০০৭ সালে সেরা সঙ্গীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ২০১০ সালে ‘ভালবাসলেই ঘর বাধা যায় না’ চলচ্চিত্রে প্লেব্যাকের জন্য সেরা প্লেব্যাক সঙ্গীত শিল্পীর পুরষ্কারে ভূষিত হন তিনি।
এছাড়াও ২০০৬ সালে ভারতের চেন্নাইয়ের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিরন্তর চলচিত্রের জন্য সঙ্গীত পরিচালক হিসেবে আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন এস আই টুটুল।