সমুদ্রের বুকে এক স্বর্গ দ্বীপ, নাম তার ‘থেমিস্কিরা’। কিন্তু অবাক করা ব্যাপার হলো, পুরো দ্বীপে নেই একজনও পুরুষ। সবাই এখানে নারী। কিন্তু এই পুরো দ্বীপের অসংখ্য প্রাপ্তবয়স্ক নারীর মাঝে কেবল একটি মাত্র শিশু কন্যা নাম, ডায়ানা। বড় হলে তার পরিচয় হয়, ‘ওয়ান্ডার ওম্যান।
অসাধারণ অ্যাকশনদৃশ্যে ভরপুর এই ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন ইসরায়েলি অভিনেত্রী গ্যাল গ্যাদোত।
ডিসি কমিকস-এর চরিত্র ওয়ান্ডার ওম্যান-কে প্রথম দেখা গিয়েছিল ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অফ জাস্টিস -এ ২০১৬ সালে। কিন্তু ডিসি এক্সটেনডেড ইউনিভার্স-এর এই চরিত্রটিকে নিয়ে আলাদা করে প্রথম ছবি নিয়ে আসে ২০১৭-তে। সেই ছবি বেশ দর্শক জনপ্রিয়তা অর্জন করেছিল।
তাই ওয়ান্ডার ওম্যান ভক্তরা এই সিরিজের দ্বিতীয় ছবির জন্য অপেক্ষা করেছিলেন। সম্প্রতি প্রকাশ পেয়েছে ওয়ান্ডার ওম্যান ১৯৮৪ এর নতুন ট্রেলার।
নাম শুনেই বোঝা যাচ্ছে এই ছবির প্রেক্ষাপট ১৯৮০ সালে। তাই ট্রেলার এ আশির দশকের বেশ কিছু উল্লেখযোগ্য জিনিস চোখে পড়বে।
এই ছবিতে ডায়ানাকে লড়তে দেখা যাবে তার দুই শত্রু ম্যাক্সওয়েল লর্ড ও চিতার বিরুদ্ধে। আগের ছবিতেই তাকে দেখা গিয়েছিল তার প্রেমিক, আমেরিকান পাইলট স্টিভ ট্রেভরের সঙ্গে, যে চরিত্রে মন জয় করেছিলেন ক্রিস পাইন। এই ছবিতেও ডায়ানার জীবনে ফিরবেন স্টিভ। সঙ্গে ফিরবে জমজমাট অ্যাকশন ।
ছবিটি চলতি বছর অক্টবরের ২ তারিখে মুক্তি পাবে।