ছোট পর্দা কিংবা বড় পর্দা দুই মাধ্যমেই সমান জনপ্রিয় মোশাররফ করিম। নাটক থেকে শুরু করে সিনেমা সব মাধ্যমে নিজের অভিনয় কারিশমায় হয়েছেন দর্শক-নন্দিত।
মিডিয়ার অনেকেই অভিনয়ের পাশাপাশি ব্যবসায় নাম লিখিয়েছেন। সেই তালিকায় যুক্ত হলেন জনপ্রিয় মোশাররফ-জুই দম্পতি।
করোনা সময়ে শুটিংয়ে অংশ নিতে না পারলেও রেস্তোরাঁ ব্যবসা গুছিয়ে নিয়েছেন অবসর সময়ে। সম্প্রতি রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরে উদ্বোধন করা হয় ‘এক কাপ চা’ নামের এই রেস্তোরাঁটি।
করোনাভাইরাসের কারণে তেমন আয়োজন ছিল না উদ্বোধনী অনুষ্ঠানে। সীমিত পরিসরে কেক কেটে ‘এক কাপ চা’-র উদ্বোধন করেন মোশাররফ করিম ও জুঁই করিম দম্পতি। এ সময় আরও উপস্থিতি ছিলেন অভিনেতা শামীম জামান, নির্মাতা আবু হায়াত মাহমুদ, মারুফ মিঠু।
মোশাররফ করিম জানান, ‘রেস্তোরাঁ দেয়ার ইচ্ছে অনেক আগে থেকেই ছিল তার। তার রেস্তোরাঁর খাবার খুবই স্বাস্থ্যসম্মত।’
নিউজ ডেস্ক/বিজয় টিভি