প্রকাশ পেয়েছে ইবরার টিপু ও কর্নিয়ার প্রথম গান ‘নাওনা আমায়’। গানটির কথা সাজিয়েছেন জিয়াউদ্দিন আলম। গানটির সুর বেঁধেছেন রেজোয়ান শেখ। একইসঙ্গে রেজোয়ান শেখের সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন টিপু-কর্নিয়া।
রোমান্টিক গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করছেন আলোচিত সিনেমা ওস্তাদ চলচ্চিত্রের নবাগত নায়িকা উষ্ণ হক ও আসিফ ইমরোজ। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তরুণ নাট্য নির্মাতা ওসমান মিরাজ।
প্রকাশ পেয়েছে জয় শাহরিয়ারের নতুন মিউজিক ভিডিও ‘ছুতো’। গানটির কথা ও সুর বেঁধেছেন শিল্পী নিজেই। আর এর সংগীতায়োজন করেছেন পাভেল আরীন। এই মিউজিক ভিডিওটি প্রকাশ পেয়েছে জয় শাহরিয়ারের নিজস্ব ইউটিউব চ্যানেলে।
মিউজিক ভিডিওটি নির্মাণ করেছে আজব কারখানা আর পরিচালনা করেছেন বর্ণ চক্রবর্তী। সম্পাদনা ও রঙ বিন্যাস করেছেন জয় শাহরিয়ার। এই গানটির অডিও প্রকাশ পায় ২০১৩ সালে। বছরখানেক বাদে শিল্পীর এই গানটি মিউজিক ভিডিও সহকারে প্রকাশ পেয়েছে অনলাইনে।
দেশের গণ্ডি পেরিয়ে জীবিকার তাগিতে বিদেশে অবস্থান করেন প্রবাসীরা। পরিবারের মায়া ত্যাগ করে সবকিছু সহ্য করে হলেও নিয়মিত দেশে টাকা পাঠিয়ে যান তারা। প্রবাসীদের এমন কষ্টের কথা গানে গানে উঠে এসেছে ‘টাকার মেশিন’ শিরোনামের এই গানে।
গানটির কথা সাজিয়েছেন রিপন মাহমুদ। গানটিতে কণ্ঠ দিয়েছেন আকাশ মাহমুদ। সুর ও সংগীত করেছেন শিল্পী নিজেই। গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন সংগ্রাম, জিতু ও রনি। মিউজিক ভিডিওটির নির্দেশনা দিয়েছেন এন এ খোকন।