পঞ্চাশের দশক থেকে সত্তরের দশক পর্যন্ত বলিউড পর্দা কাঁপিয়েছেন ‘ট্রাজিডি কুইন’ খ্যাত নায়িকা মীনা কুমারী। তৎকালীন বলিউডের এই সুপারস্টারের জীবনও কোন সিনেমার গল্পের চেয়ে কম ঘটনাবহুল ছিলনা।
১৯৩৯ সালে সাত বছর বয়সে ‘ফারজানদ-এ-ওয়াতন’ চলচ্চিত্রে বেবি মিনা নাম নিয়ে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন মীনা কুমারী। ১৯৫২ সালে বৈজু বাওরা চলচ্চিত্রে অভিনয় করে নায়িকা হিসেবে অর্জন করেন ব্যাপক জনপ্রিয়তা।
বাক্তিজীবনে দুনিয়া ভুলে প্রেম করেছেন বিবাহিত পুরুষের সঙ্গে। এই বিষয় নিয়ে বিতর্কিত হয়েছেন বহুবার। জনপ্রিয়তার শীর্ষে থেকেও মাত্র ৩৯ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নেন মিনা কুমারী।
ট্রাজিডি কুইন মীনা কুমারীর জীবনের চড়াই উৎরায়ের সেসব কথা এবার তুলে ধরা হবে ওয়েব সিরিজে। অভিনেত্রীর জীবনীর লেখক অশ্বিনী ভাটনগরের ‘মাহজাবীন অ্যাজ মীনা কুমারী’ সিরিজটি তৈরির অনুপ্রেরণা।
আসন্ন এই ওয়েব সিরিজের প্রযোজক প্রভলীন কৌরে জানিয়েছেন, ‘‘হাসি দিয়ে কান্না ঢেকে, টলমল চোখের জল নিয়ে নিপুণ অভিনয় একমাত্র তিনিই করতে পারতেন। তাই নিজের যুগেই মীনা ছিলেন লার্জার দ্যান লাইফ। তাঁকে এ যুগের সঙ্গে পরিচয় করানোর জন্যই নির্মিত হতে যাচ্ছে ওয়েব সিরিজটি।
অভিনেত্রীর জীবনী ছাড়াও অতীতের সাংবাদিকদের অনেক লেখা সিরিজ বানাতে সাহায্য করছে। মীনা কুমারী এবং তাঁর জীবনের গুরুত্বপূর্ণ মানুষদের ভূমিকায় কাদের দেখা যাবে তা এখনও ঠিক হয়নি তবে প্রযোজক জানিয়েছেন, সিরিজটি পরে পূর্ণ দৈর্ঘ্যের ছবিতে রূপান্তরিত হবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি