সিনেমা হল বাঁচাতে বিশেষ উদ্যোগের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য বিশেষ তহবিল গঠনেরও প্রস্তাব দিয়েছেন তিনি।
২৫ আগস্ট জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন’ প্রকল্প অনুমোদন দিতে গিয়ে এসব মন্তব্য করেন প্রধানমন্ত্রী। একনেক সভা শেষে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
সিনেমা হল মালিকরা চাইলে সরকার এই তহবিল থেকে তাদের ঋণ দিয়ে আর্থিকভাবে সহযোগিতা করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
তবে এই সাহায্য হল মালিকেরা কীভাবে পাবেন তার পদ্ধতি এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন প্রদর্শক সমিতির প্রশাসক আবদুল আওয়াল। তিনি বিজয় টিভিকে বলেন, বিষয়টি নিয়ে এখনো পদ্ধতি নির্ধারণ করা হয়নি। কিছু আলোচনার প্রয়োজন আছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানাতে পারব।
নিউজ ডেস্ক/বিজয় টিভি