আশুতোষ কলেজের মেধাতালিকায় সানি লিওনের নাম। এই খবর প্রকাশে আসতেই হুলস্থূল লেগে গিয়েছে নেট দুনিয়ায়। সেই রেশ কাটতে না কাটতেই এবার সানি লিওন জায়গা করে নিলেন আরো এক কলেজের মেধাতালিকায়। দক্ষিণ ২৪ পরগনা বজ বজ কলেজে ইংরেজি স্নাতকের মেধাতালিকায় নাম উঠেছে সানি লিওনের। অবাক হচ্ছেন?! কিন্তু সত্যিই মেধাতালিকায় নাম রয়েছে অভিনেত্রীর।
বজ বজ কলেজেও এই একই কাণ্ড ঘটায় অবাক সকলে। কিভাবে কলেজের মেধাতালিকায় সানি লিওনের নাম আসছে তা নিয়ে জল্পনা চলছে তুমুল। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে চলছে নানান রকম মশকরা ও মিম। বৃহস্পতিবার কলকাতার আশুতোষ কলেজের ইংরেজির মেধাতালিকায় নাম ওঠে সানি লিওনের। সেই নাম দেখে চোখ চড়কগাছ পড়ুয়াদের। শুক্রবার ফের সেই ইংরেজির মেধাতালিকাতেই জায়গা করে নেন সানি বজ বজ কলেজের মেধাতালিকায় নাম ওঠে নীল ছবির তারকার। তবে এই বিষয়টিকে খোদ সানি লিওন বেশ মজার ছলে গ্রহণ করেছেন।
আশুতোষ কলেজের মেধাতালিকায় তার নাম উঠেছে এই খবর পেয়ে সানি টুইট করেন,”কলেজের পরবর্তী সেমিস্টারে দেখা হবে ক্লাসে!” সানির এই টুইট দেখে হইচই লেগে যায় নেট দুনিয়ায়। তার এই রসিকতায় মজা পেয়েছেন নেটিজেনরাও।
বজ বজ কলেজের মেধাতালিকায় ১৫১ নম্বরে নাম উঠেছে সানির। সেই মেধাতালিকার ছবি পোস্ট করেন কলেজের পড়ুয়ারাই। তবে এই কাণ্ড ঠিক কিভাবে ঘটছে বা কে ঘটাচ্ছে তার হদিশ এখনো পাওয়া যায়নি। কলেজ কর্তৃপক্ষ থেকে জানা গিয়েছে যে যিনি মেধাতালিকা তৈরি করেছেন তিনি এই ভুলটি করেছেন। কিন্তু কিভাবে দুটি কলেজেই এই একই পরপর ভুল হয় তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তাহলে কি কেউ মশকরা করে এই কাণ্ড ঘটাচ্ছে! সূত্র: কলকাতা ২৪