২০১৮ সালের জানুয়ারিতে মুক্তি পায় মার্ভেল সিরিজের সুপারহিরো ঘরানার সিনেমা ব্ল্যাক প্যান্থার। এই সিনেমার মাধ্যমে মারভেল প্রথমবারের মতো পর্দায় আনে কৃষ্ণাজ্ঞ সুপারহিরো। মুক্তির পরেই বাজিমাত করে ছবিটি। দুই সপ্তাহেই আয় গিয়ে দাড়ায় বিলিয়নের ঘরে।
আর তার পর থেকেই হলিউডের দুনিয়ায় ব্ল্যাক প্যান্থার নামে পরিচিতি পান চ্যাডউইক বোসম্যান। পর্দায় একের পর এক যুদ্ধজয় করলেও, বাস্তব জীবনে ক্যানসার নামক শত্রুর কাছে হেরে গেলেন তিনি।
লস অ্যাঞ্জেলসে নিজের বাড়িতে মাত্র ৪৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই অভিনেতা। সেই সময়ে বাড়িতে তার স্ত্রী টেলর সিমন লেডওয়ার্ড ও পরিবারের সকলেই তার পাশে ছিলেন। এতবছর ধরে শারীরিক অসুস্থতা থাকলেও বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি এই অভিনেতা।
তার মৃত্যুতে হলিউডই শুধু নয়, গোটা বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। অভিনেতার মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চার বছর ধরে কোলন ক্যানসারে ভুগছিলেন বোসম্যান।
নিউজ ডেস্ক/বিজয় টিভি