ঢাকাই সিনেমার পরিচিত মুখ সায়মন সাদিক। সিনেমায় যার যাত্রা শুরু ২০১২ সালে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক জাকির হোসেন রাজুর জ্বি হুজুর সিনেমার মাধ্যমে।
প্রথম সিনেমার বিষয়বস্তু এবং সাইমনের অভিনয় তাকে আলাদা করে ধরা দিয়েছে বৈকি। তাইতো অভিষেকের পরের বছরই জাহির হোসেন রাজুর পরিচালনায় দর্শকদের উপহার দেন আরেক হিট সিনেমা পোড়ামন।
২০১২ সালে একটি এবং ২০১৩ সালে দুটি সিনেমা মুক্তির পর সাইমনের ক্যারিয়ার গ্রাফ হয়ে যায় উর্ধমুখি। ২০১৪-১৫-১৬ সালে সাইমন সাদিকের যেন দম ফেলার সময় ছিল না। এই বছরগুলোতে ৫টি থেকে ১০টি সিনেমা মুক্তি পেয়েছে এই নায়কের।
কথায় আছে কোয়ান্টিটি বাড়লে নাকি কোয়ালিটি ধরে রাখা যায় না। কিছু ক্ষেত্রে সাইমন সাদিকেরও তাই হয়েছে। আর সেটি বুঝতে পেরেই, ২০১৭ সাল থেকে আবারও নিয়ন্ত্রণ এনেছেন সিনেমায় চুক্তির ব্যাপারে।
কোয়ালিটি কন্ট্রোল করে তার ফলও পেয়েছেন। ২০১৮ সালে মুক্তি পাওয়া জান্নাত সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতা বিভাগে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
ঢাকাই সিনেমার পরিশ্রমী এবং প্রতিশ্রুতিশীল এই অভিনেতার জন্মদিন ৩০ আগস্ট। বিজয় টিভির পক্ষ থেকে সাইমন সাদিককে জন্মদিনের শুভেচ্ছা।