কঙ্গনা রানাওয়াতের দাবি, সম্প্রতি শিবসেনা নেতা সঞ্জয় রাউত প্রকাশ্যে হুমকি দিয়ে বলেছেন, ‘আপনি মুম্বাই ফিরবেন না।’ কঙ্গনার এ অভিযোগ ভিত্তিহীন বলেছে শিবসেনা। এমনকি বলা হয়েছে, কঙ্গনাকে এই অভিযোগের প্রমাণ দিতে হবে।
এর আগেও কঙ্গনা বলেছেন, মাফিয়াদের থেকেও তিনি বেশি ভয় পাচ্ছেন মুম্বাই পুলিশকে। চেয়েছিলেন কেন্দ্র অথবা হিমাচল প্রদেশ পুলিশের নিরাপত্তা। সে সময় শিবসেনা নেতা সঞ্জয় রাউত লিখেছিলেন, ‘আমরা তাঁকে অনুরোধ করছি আর মুম্বাইয়ে ফেরত না আসার জন্য। মুম্বাই পুলিশকে বড্ড অপমান করেছেন তিনি। রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রীর এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত।’
মুম্বাই শহরে মোটেও নিরাপদ বোধ করবেন না জানিয়ে কঙ্গনা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘কখনোই মুম্বাই পুলিশের দ্বারস্থ হব না।’ এরপরই ‘কুইন’ অভিনেত্রীকে নিশানা করে পাল্টা টুইটও শুরু হয়েছে।
কঙ্গনার দাবি শিবসেনা নেতা সঞ্জয় রাউত প্রকাশ্যেই মুম্বাইয়ে না ফেরার হুমকি দিয়েছেন। এমন অবস্থায় ৯ সেপ্টেম্বর মানালি থেকে মুম্বাইয়ে ফিরবেন বলে জানিয়ে দিলেন কঙ্গনা রনৌত। সামাজিক মাধ্যমে কঙ্গনা লিখেছেন ৯ সেপ্টেম্বর আমি মুম্বাই আসছি। মুম্বাই এয়ারপোর্টে পৌঁছানোর পর ছবিসহ জানিয়ে দেব। কারও বাবার সাহস থাকলে আটকাও।
নিউজ ডেস্ক/বিজয় টিভি