দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির দীর্ঘদিনের পথচলায় কেউ সেভাবে খেলাধুলা নির্ভর সিনেমা নির্মাণ করেননি। কিন্তু এখন দর্শকদের চাহিদা ও সময়ের পালাবদল মাথায় রেখে এই ঘরানার ছবি নির্মাণে আগ্রহী হচ্ছেন নির্মাতারা।
২০১০ সালের কথা। নির্মাতা খিজির হায়াত খান নির্মাণ করেন দেশের ফুটবলের উপর নির্মিত ছবি ‘জাগো’। এরপর এই ঘরনার আর কোন সিনেমা নির্মিত হয়নি দেশে।
এদিকে, সবশেষ প্রায় ১০ বছর পর অনম বিশ্বাস নির্মাণের ঘোষণা দিয়েছেন স্পোর্টস ঘরানার আরেকটি সিনেমা ‘ফুটবল ৭১’ ছবির। ২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদানের জন্য নির্বাচিত হয়েছে ছবিটি।
এবার ফুটবল নিয়ে আরেকটি ছবির ঘোষণা দিয়েছেন তরুণ নির্মাতা রায়হান রাফি। বিজয় টিভির সঙ্গে একান্ত আলাপচারিতায় নির্মাতা জানিয়েছেন নতুন ছবিটি নিয়ে তার পরিকল্পনার কথা।
নতুন ছবিটির নাম রাখা হয়েছে ‘দামাল’। স্বাধীন বাংলা ফুটবল দলকে নিয়েই ছবির গল্প। প্রবীণদের সঙ্গে নবীন খেলোয়াড়ের মেলবন্ধন ঘটবে এই ছবির গল্পে। এর মূল ভাবনায় রয়েছেন ফরিদুর রেজা সাগর। অক্টোবরেই শুরু হচ্ছে তরুণ নির্মাতা রায়হান রাফির নতুন সিনেমা ‘দামাল’-এর শুটিং।
নিউজ ডেস্ক/বিজয় টিভি