অভিনয়, রসবোধ আর ব্যক্তিত্ব দিয়ে নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছেন শাহরুখ খান। দেড় বছর পর্দায় নেই তিনি। কিন্তু আরও অনেক আলো ছড়ানোর বাকি এই তারকার। দীর্ঘ অনুপস্থিতির এই সময়ে কী করেছেন শাহরুখ?
বাড়িতে বসে সন্তানদের সময় দেবার পাশাপাশি পর্দায় ফেরার জন্য প্রায় ৫০টি সিনেমার চিত্রনাট্য পড়েছেন কিং খান। তার ভেতর থেকে বাতিল করেছেন ৩০টি চিত্রনাট্য, রেখে দিয়েছেন ২০টি। সময় নিয়েছেন।
তারপর আলাপ ও পরামর্শ করে সেখান থেকে বাদ দিয়েছেন ১৬টি সিনেমার চিত্রনাট্য। এই ছবিগুলোর ভেতর একটির প্রস্তাব এনেছিলেন বলিউডের আরেক খান, সালমান খান। কিন্তু সব দেখে, শুনে ও বুঝে সালমানের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন শাহরুখ।
শুধু সালমানকেই নয় সঞ্জয়লীলা বানসালি, মধুর ভান্ডারকর, আলী আব্বাস জাফরের মতো খ্যাতনামা পরিচালকের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন শাহরুখ। মহাকাশ ভ্রমণ করা প্রথম ও একমাত্র ভারতীয় পাইলট রাকেশ শর্মার বায়োপিক দিয়ে ফেরার কথা ছিল শাহরুখের। কিন্তু জিরোতেও তাঁকে দেখা গেছে মহাকাশচারীর ভূমিকায়। তাই আর ও পথে হাঁটবেন না শাহরুখ।
শাহরুখের মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন, ‘বর্তমানে শাহরুখ সিনেমা বাছাইয়ের ক্ষেত্রে খুবই সতর্ক। শক্তিশালী গল্প, কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ চরিত্র আর অ্যকশন— আপাতত এসবই খুঁজছেন তিনি। তবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে শাহরুখ বক্স অফিসে বাজিমাত করতেই ফিরবেন।’
শেষমেশ পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’, রাজকুমার হিরানির ‘সামাজিক কমেডি’, তামিল পরিচালক এটলি কুমারের অ্যকশনধর্মী একটি বাণিজ্যিক ছবি, রাজ ডিডিমরু ও কৃষ্ণা ডিকের অ্যকশনধর্মী আরেকটি কমেডি ছবি মন জয় করতে পেরেছেন শারুখের।
নিউজ ডেস্ক/বিজয় টিভি