কয়েক দশকেরও বেশি সময় ধরে গান করে আসছেন দেশের গুণী সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। দীর্ঘ সংগীত জীবনে একাধিক জনপ্রিয় গান ভক্ত-শ্রোতাদের উপহার দিয়েছেন কিংবদন্তি এই গায়ক।
দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হৃদরোগসহ বার্ধক্যজনিত বেশ কয়েকটি রোগে ভুগছিলেন তিনি। গেল ২০ আগস্ট জ্বর ও শারীরিক দুর্বলতা নিয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন ফেরদৌস ওয়াহিদ।
প্রথমবার টেস্টে করোনা নেগেটিভ এলেও দ্বিতীয় টেস্টে ফেরদৌস ওয়াহিদের শরীরে ভাইরাসটি পাওয়া যায়। তবে সম্প্রতি করোনামুক্ত হয়েছেন দেশের খ্যাতনামা সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ । সম্প্রতি হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তিনি।
তবে এখনো পুরোপুরি সুস্থ নন এই সংগীতশিল্পী। ফেরদৌস ওয়াহিদের সহযোগী মোশাররফ আজমি এসব তথ্য জানিয়েছেন। মোশাররফ আজমি আরও জানান, হাসপাতালে নেওয়ার পর ফেরদৌস ওয়াহিদকে পাঁচদিন আইসিইউতে রাখা হয়েছিল। ১১দিন পর হাসপাতাল থেকে বাসায় ফেরেন এই পপ তারকা।
গান করার পাশাপাশি নায়ক ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও কাজ করেছেন এই সংগীতশিল্পী। ফেরদৌস ওয়াহিদের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘মামুনিয়া’, ‘আগে যদি জানতাম’, ‘এমন একটা মা দে না’, ‘তুমি-আমি যখন একা’র মতো গানগুলো।
ফেরদৌস ওয়াহিদ প্রথম প্লেব্যাক করেন দেওয়ান নজরুল পরিচালিত ‘আসামী হাজির’ সিনেমায়। তার আলোচিত প্লেব্যাকগুলোর মধ্যে রয়েছে, ‘ওগো তুমি যে আমার কত প্রিয়’, ‘আমি এক পাহারাদার’, ‘আমি ঘর বাঁধিলাম’ ইত্যাদি। আরেক জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের বাবা ফেরদৌস ওয়াহিদ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি